শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
30.1 C
Dhaka

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ২০২৪-২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এই সম্মানে ভূষিত হলো টেকনো।

এছাড়াও প্যান্থম ভি ফোল্ড২ ফাইভজি এবং পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে টেকনো। এর মাধ্যমে এক ইভেন্টে তিনটি পুরস্কার জিতে মাইলফলক স্থাপন করেছে জনপ্রিয় এই ব্র্যান্ড।

কাস্টমার অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর সিইএস অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। এই পুরস্কারকে বিশ্ববাজারে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের ‘‘অস্কার” বলা হয়, যা কেবল ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না, বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে।

টেকনোর এই অর্জন ইন্টিজিলেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরিতে ব্র্যান্ডটির সাফল্যের প্রমাণ। এই ইনোভেশনগুলো বিশ্বের প্রধান বাজারগুলোয় এআই এবং উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সাহায্য করছে, যাতে ভোক্তারা ডিজিটাল বিপ্লব থেকে উপকৃত হতে পারেন।

এবার মর্যাদাপূর্ণ “এআই-পাওয়ার্ড ফোল্ডেবল ফোন ইনোভেশন অ্যাওয়ার্ড” জিতেছে টেকনোর প্যান্থম ভি ফোল্ড২ ফাইভজি। স্লিক ডিজাইন এবং শক্তিশালী এআই ক্ষমতাসম্পন্ন মডেলটি অসাধারণ এক ইনোভেশন। এর আল্ট্রা-থিন ডিজাইন, ৭.৮৫ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে এবং ৬.৪২ ইঞ্চির কার্ভড অ্যামোলেড আউটার স্ক্রিন গ্রাহকদের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দিবে। এছাড়াও এই ফোনে রয়েছে টেকনোর নিজস্ব এলা এআই অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবে রিয়েল-টাইম ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট রাইটিং, সহ  অনেক প্রোডাকটিভিটি টুলস।

এছাড়া টেকনোর পকেট গো পোর্টেবল গেমিংয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। ডিভাইসটি ‘‘আল্ট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড” জিতেছে, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হ্যান্ডহেল্ড গেমিংয়ের সমন্বয়ে একীভূত। এই ডিভাইসটির মাধ্যমে গেমিং ইনোভেশন ও এআর প্রযুক্তিকে একত্রিত করে টেকনো একটি বহুমুখী ও সহজে বহনযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দিচ্ছে। ফলে ডিভাইস দুটি যে ডিজিটাল বিপ্লবে টেকনোর ধারাবাহিকতা ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি তা আর বলার অপেক্ষা রাখে না।

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img