শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
33.7 C
Dhaka

সাকিফ আহমেদের নেতৃত্বে জেসিআই মুন্সিগঞ্জ কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের মুন্সিগঞ্জ চ্যাপ্টার ২০২৫ সালের জন্য তাদের নতুন পরিচালনা বোর্ড ঘোষণা করেছে। মুন্সিগঞ্জের তরুণ সমাজকে নেতৃত্বে উৎসাহিত করতে এই নতুন পরিচালনা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বে স্থান পেয়েছেন মুন্সিগঞ্জের প্রতিভাবান এবং সমাজ-সচেতন ব্যক্তিত্বরা, যাদের নেতৃত্বে সংগঠনটি তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং উন্নয়নে কাজ করবে।

নতুন পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন সাকিফ আহমেদ। তিনি ইনফোলিংক লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ফার্নিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ব্রেইন্ট্রির মালিক এবং আইএসপিএবি-এর পরিচালক হিসেবে পরিচিত। দক্ষ নেতৃত্বের জন্য সুপরিচিত সাকিফ আহমেদ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি মুন্সিগঞ্জে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।

নতুন পরিচালনা বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সদস্যবিদায়ী প্রেসিডেন্ট ফারহানা মাখনুন সাবা, ভাইস প্রেসিডেন্ট সাজিদুর রহমান সাদ এবং মরিয়ম সুলতানা, সেক্রেটারি জেনারেল নুসরাত জাহান আলম, জেনারেল লিগাল কাউন্সিল জি এম শরীফ এবং কোষাধ্যক্ষ নাফিজ মজহারুল ইসলাম। প্রশিক্ষণ কমিশনার হিসেবে মো. ফেরদৌস আবেদিন এবং পিআর অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ার ওয়ালিদ আহমেদও বোর্ডের অংশ হয়েছেন। এছাড়া বোর্ডে আরও কয়েকজন প্রতিভাবান সদস্য রয়েছেন, যারা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনটির লক্ষ্য অর্জনে অবদান রাখবেন।

নতুন বোর্ডের লক্ষ্য হলো মুন্সিগঞ্জের তরুণ সমাজের উন্নয়নে নেতৃত্ব গঠন, দক্ষতা বৃদ্ধি এবং মানবিক প্রকল্প বাস্তবায়ন করা। সাকিফ আহমেদ উল্লেখ করেছেন, “আমাদের লক্ষ্য কেবল নেতৃত্ব গঠন নয়, বরং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই এবং তাদের সমাজ উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে চাই।”

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠন, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। এই সংগঠন তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের পাশাপাশি মানবিক প্রকল্পের মাধ্যমে সমাজ উন্নয়নের কাজ করে যাচ্ছে।

২০২৫ সালের জন্য জেসিআই মুন্সিগঞ্জের পরিচালনা বোর্ড তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে নতুন সাফল্য অর্জনের পরিকল্পনা করছে। তাদের নেতৃত্বে মুন্সিগঞ্জে নতুন সৃজনশীল প্রকল্প বাস্তবায়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নতুন যাত্রা শুরু হলো।

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img