টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কর্মীদের সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ স্ল্যাক ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লেবার রিলেশন বোর্ড (এনএলআরবি) এ অভিযোগ করে। খবর রয়টার্স ও বণিকবার্তা।
এনএলআরবি বলছে, ভালো কর্মপরিবেশের জন্য আওয়াজ তোলার অধিকারে হস্তক্ষেপ করছে অ্যাপল। তাই কোম্পানিটি তার কর্মীদের সোশ্যাল মিডিয়াসহ স্ল্যাক অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। স্ল্যাক মেসেজিং প্লাটফর্মটি কর্মক্ষেত্রে দলীয় যোগাযোগ ও সহযোগিতায় বেশি ব্যবহার হয়।
গত সপ্তাহে এনএলআরবি অ্যাপলকে দোষারোপ করে বলে, টেক জায়ান্টটি স্ল্যাক ব্যবহার সম্পর্কে অবৈধ নিয়ম তৈরি করেছে। এতে বলা হয়েছে, স্ল্যাকে অ্যাপলের কাজের পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য অ্যাপল একজন কর্মীকে বেআইনিভাবে বরখাস্ত করেছে। এছাড়া একজন কর্মীকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য করেছে এবং কোম্পানিটি তার কর্মীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। এটি চলতি মাসে এনএলআরবির পক্ষ থেকে অ্যাপলের বিরুদ্ধে তোলা দ্বিতীয় অভিযোগ। গত সপ্তাহেও সংস্থাটি অ্যাপলকে অভিযুক্ত করেছে।
এসব অভিযোগের পরিপেক্ষিতে অ্যাপল এক বিবৃতিতে বলেছে, তারা একটি ভালো ও সহানুভূতিশীল কর্মপরিবেশ তৈরি করতে চায় এবং কর্মীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়। কোম্পানিটি এসব অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে অমত প্রকাশ করেছে এবং পরবর্তী শুনানিতে প্রকৃত ঘটনাটি তুলে ধরার পরিকল্পনা করেছে।