টেকভিশন২৪ ডেস্ক : গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস তাদের র্যাম ১৫০০ পিকআপ ট্রাকের পুরনো সংস্করণের উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ২ হাজার ৪৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করবে বলে জানিয়েছে।
খবরে বলা হয়, আগামী অক্টোবর থেকে ছাঁটাইয়ের এ প্রক্রিয়া শুরু হবে।
২০১৮ সালে বাজারে আসা কম দামি র্যাম ১৫০০ ক্রেতাদের কাছ থেকে ভালোই সাড়া পায়। বর্তমানে ২০২৫ সালের মডেল নিয়ে কাজ করছে কোম্পানিটি, তবে এটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনো স্পষ্ট নয়।