ই-স্ক্যান বাংলাদেশের ১০ বৎসর পূর্তি

0
99

ই-স্ক্যান বাংলাদেশের ১০ বৎসর পূর্তি উপলক্ষে ১৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিক্স সিজন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এর ডিজি, অতিরিক্ত সচিব এ কে এম মহিউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং ই-স্ক্যান বাংলাদেশের পরিবেশক ইউনিকন সল্যুশন লি: এর চেয়ারম্যান  এম. সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নাহার, ইউনিকন সল্যুশন এর পরিচালক ও স্পিড টেকনোলজির এমডি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও সেক্রেটারী জেনারেল মোশারফ হোসেন সুমন এবং সারা বাংলাদেশ থেকে আসা ই-স্ক্যান এর ডিলারেরা।

ই-স্ক্যান এর এই ইভেন্টে ডিলার দের জন্য ঘোষণা করা হয় গোল্ড কয়েন স্কিম ও TPN এর মাধ্যমে ফ্রি লাইসেন্স জেতার সুবিধা । এই ইভেন্টে ই-স্ক্যান এর ডিলার দের মধ্য হতে গোল্ড ক্যাটাগরি ও প্ল্যাটিনাম ক্যাটেগরিতে ডিলারদের ক্রেস্ট প্রদান করা হয় । বর্তমান সময়ে অনলাইন যোগাযোগে কম্পিউটার এর চাইতেও বেশি ব্যবহার হচ্ছে স্মার্ট ফোন, আর তাই ২০২০ নববর্ষে ই-স্ক্যান এন্টিভাইরাস এর সাথে রয়েছে ১ বছরের ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি একদম ফ্রি । ই-স্ক্যান মোবাইল সিকিউরিটি ভাইরাস থেকে সুরক্ষার সাথে আরো দিচ্ছে ডাটা লস, প্রাইভেসী থ্রেটস, ডাটা থেফট থেকেও নিশ্চিন্ত থাকার প্রতিশ্রুতি ।

টেকইকম ডেক্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here