টেকভিশন২৪ ডেস্ক: অনুমতি ছাড়া নকিয়ার পেটেন্ট ব্যবহার করায় চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো জুলাইয়ে জার্মানিতে নিষিদ্ধ হয়। ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া বিশ্বের অন্যান্য বাজারেও একই অভিযোগে অপোর বিরুদ্ধে মামলা দায়ের করছে।
জিএসএমএরিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া অপো নকিয়ার পেটেন্ট ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ার আদালতে মামলা দায়ের করেছে নকিয়া। অন্যান্য দেশেও একই অভিযোগে মামলা হতে পারে।
২০২১ সালে অপোর বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে নকিয়া। সে সময় ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
নকিয়ার অভিযোগ, কোনো প্রকার অনুমতি ছাড়া অপো স্মার্টফোনে ওয়াইফাই স্ক্যানিংয়ের প্রযুক্তি ব্যবহার করছে, যার পেটেন্ট নকিয়ার দখলে রয়েছে।
উল্লেখ্য, অপো ২০১৮-তে জার্মানির মধ্য দিয়ে ইউরোপের বাজারে প্রবেশ করে। কিন্তু আদালতের রায় অপোর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
অপোর আন্তর্জাতিক বিক্রয়ের ভাইস প্রেসিডেন্ট বিলি চ্যান বলেন, ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। গ্রাহকদের ভবিষ্যতে উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে চায় অপো। কিন্তু নকিয়ার সঙ্গে সমস্যায় ভবিষ্যৎ সম্ভাবনাকে ব্যাহত হচ্ছে। যার দরুন বৈদেশিক বাজারে অপো অবস্থান হারাতে শুরু করেছে।
জার্মানির পাশাপাশি অস্ট্রলিয়াতে অপো নিষিদ্ধ হলে সংস্থাটি মুখ থুবড়ে পড়বে।