সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
29.3 C
Dhaka

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি পণ্যের পরিষেবা বাড়াতে কাজ করবো এইচপি’র আরুবা এবং আইভ্যালু

টেকভিশন২৪ ডেস্ক: ইন্ডিয়ার প্রিমিয়াম প্রযুক্তি প্রতিষ্ঠান আইভ্যালু ইনফোসল্যুশনস সম্প্রতি আমেরিকান হিউলেট-প্যাকার্ড (এইচপি) এন্টারপ্রাইজ কোম্পানি পরিচালিত আরুবা’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির অধীনে আইভ্যালুকে বাংলাদেশ ও নেপালে পণ্য ও পরিষেবা বৃদ্ধিতে সহায়তা করবে আরুবা নেটওয়ার্কিং।

আরুবা ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই নিরাপদ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন-লার্নিং ভিত্তিক নেটওয়ার্কিং সল্যুশনস দিয়ে আসছে।

আইভ্যালু ইনফোসল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ উমাশঙ্কর জানান, “বাংলাদেশ ও নেপালের দ্রুত বর্ধমান তথ্যপ্রযুক্তি বাজার নিয়ে একত্রে কাজ করার জন্য আইভ্যালু ও আরুবা উভয়ের জন্য এটি একটি মোক্ষম সময়।

বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি বাজার প্রায় ০.৯-১.১ বিলিয়ন ডলার যা ২০২৫ সাল নাগাদ ৪.৬-৪.৮ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার বাংলাদেশে একটি সম্ভাবনাময় বাজার তৈরি করেছে।

আরুবা’র অত্যাধুনিক নেটওয়ার্কিং সল্যুশনস ও আইভ্যালু’র অংশীদার ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, দক্ষিণ এশিয়ার বাজারে নতুন ব্যবসায়িক অঞ্চলের সৃষ্টি করতে পারে।”

বিভিন্ন ক্যাম্পাস, শাখা, তথ্যকেন্দ্র, ও দূরবর্তী কর্ম পরিবেশে গ্রাহকদের নিরাপদ সংযোগ প্রদান ও আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে আরুবা ক্লাউড ভিত্তিক বিভিন্ন পরিষেবা ও সল্যুশনস সরবরাহ করে। আরুবা’র কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মেশিন লার্নিং (ML) সহজ, দ্রুত এবং আরও স্বয়ংক্রিয় নেটওয়ার্ক সরবরাহ করে যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক উন্নতিতে সাহায্য করে।

আইভ্যালু’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোসাইনুল গাফফার জানান, “অত্যাধুনিক ক্লাউড নেটওয়ার্কিং ব্যয় ব্যবস্থাপনা, দ্রুততা, স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে অবদান অব্যাহত রেখেছে। আরুবা বিভিন্ন উদ্যোগের জন্য বিল্ট-ইন সিকিউরিটি সল্যুশনস প্রদান করে যার ভিত গড়ে উঠেছে ‘জিরো ট্রাস্ট’ ও এসএএসই ফ্রেমওয়ার্কের উপর।”

আইভ্যালু সংস্থাগুলিকে তাদের বিদ্যমান আইটি পরিকাঠামোকে স্মার্টভাবে, দক্ষতার সাথে এবং কার্যকরভাবে দেখতে এবং পুনরায় বিবেচনা করতে সহায়তা করে৷ সঠিক অংশীদারকে নিয়ে ৬ হাজারের অধিক গ্রাহকদের বিশেষ এবং বিশ্বস্ত সমাধান দিয়ে তাদের আস্থা বাড়াতে একাধিক মহাদেশে প্রায় ১৩ টি অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইভ্যালু। 

হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ কোম্পানি আরুবার প্রবৃদ্ধি, সম্ভাবনাময় বাজার ও তাইওয়ানের ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার ম্যাজিক সু জানান, “আইভ্যালু আরুবা’র জন্য একটি সম্প্রসারিত বাজার ও সুযোগ নিয়ে এসেছে যা আমাদের পণ্যগুলো গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করবে। এশিয়া আইভ্যালু’র সাথে এই নতুন সম্পর্ক আমাদের কোম্পানি হিসেবে প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কেননা এর মাধ্যমে আমরা এমন এক বাজারে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আমাদের সেবার ব্যাপক চাহিদা রয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২৪ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর...

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের এক্সপেরিয়েন্স ইভেন্ট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন নোট...

কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল-কলেজের পড়াশুনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি,...

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img