শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
27 C
Dhaka

তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” এর অনুদান প্রাপ্ত স্টার্টআপদের মধ্য থেকে ১০টি উদীয়মান স্টার্টআপকে নিয়ে অনুষ্ঠিত হয় “আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস্ লার্নিং অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” কর্মশালা-এর ৩য় পর্ব। বৃহস্পতিবার ১৯ মে ২০২২ ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইডিয়া প্রকল্পের কার্যালয়ে স্টার্টআপদের নিয়ে উক্ত কর্মশালাটি আয়োজন করা হয়।

- Advertisement -

কর্মশালাটিতে অংশগ্রহণকারী স্টার্টআপদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, অর্জনসমূহ তুলে ধরেন স্টার্টআপদের প্রতিনিধিগণ। ৩য় পর্বে অংশগ্রহণকারী এই স্টার্টআপরা হল- ব্লাডম্যান, অল্টারইউথ, অলিক, ট্রাক লাগবে, স্কুট, বেস্ট এইড, খেলা হবে, জেডটেক, পত্র এবং বাড়িকই টেকনোলজিস লিমিটেড।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। তিনি বলেন যে প্রযুক্তির অগ্রগতির ছোঁয়া লেগেছে পুরো বিশ্বে এবং বাংলদেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও বিভিন্ন প্রকার কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। সবশেষে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ। তিনি বলেন, আইডিয়া প্রকল্পের স্টার্টআপরা ভালো করছে। অনেক স্টার্টআপ ইতোমধ্যে বিদেশী বিনিয়োগ আনতে পারছে যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন যে বর্তমান সরকারের এক সফল উন্নয়ন দর্শন হল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রেও বাংলাদেশে ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। তিনি বলেন স্টার্টআপদের কল্যাণে আইডিয়া প্রকল্পের রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। ইতোমধ্যে ২৬১টি স্টার্টআপকে আইডিয়া প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা করে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে আগামীতেও দেশীয় স্টার্টআপদের জন্য অনুদান প্রদানের এই ধারা অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মো: মিজানুর রহমানসহ আইডিয়া প্রকল্পের পরামর্শক ও কর্মকর্তাগণ এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী।

তথ্য-প্রযুক্তি ভিত্তিক যেকোন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আগ্রহী স্টার্টআপগণকে প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে www.idea.gov.bd ।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম বিডিনগ সম্মেলন...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img