টেকভিশন২৪ ডেস্ক: ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এক বিকাশ এজেন্টের ক্যাশ বাক্স ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের মজনু আলম দীর্ঘদিন ধরে মথুরাপুর বাজারে ‘ইসলামিয়া টেলিকম’ নামে বিকাশ এজেন্ট ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো বিকেলে আসরের নামাজ পড়তে পাশের মসজিদে গেলে দোকান ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।