ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে যা করবেন

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে যা করবেন
ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে যা করবেন

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাজে ল্যাপটপ অতি প্রয়োজনীয় তবে অনেক সময় ল্যাপটপে কাজ করতে গিয়ে চার্জ শেষ হওয়ার সমস্যায় পড়তে হয় চার্জার কানেক্ট করে রাখতে হয় পুরোটা সময়টাই কিন্তু বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ বাইরে নিয়ে যেতে হয় তখন ব্যাটারি লাইফ বা ব্যাকআপ না পাওয়া ভোগান্তির  একটি ল্যাপটপের ব্যাটারির গড় আয়ু থেকে বছর এরপর ব্যাটারির জীবনিশক্তি কমতে থাকে কিন্তু  ল্যাপটপ এতটাও পুরনো না হলেও এই সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংস সঠিক না থাকার সম্ভাবনা রয়েছে ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংসে কোনো সমস্যা থাকলে, তা ঠিক করে নিন ছাড়া ল্যাপটপ ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রেখে ব্যাটারির লাইফ বাড়াতে পারেন

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াবেন যেভাবে

* ল্যাপটপের ব্যাটারি একদম শূন্য শতাংশ ডিসচার্জ হতে দেবেন না এতে ব্যাটারি লাইফ কমে যায় ব্যাটারির চার্জ ২০ শতাংশে চলে আসলেই এটি চার্জে রাখুন

* ১০০ শতাংশ পর্যন্ত ল্যাপটপ চার্জ করবেন না ব্যাটারিকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলেও এর ক্ষমতা কমে যায় ৮০ শতাংশে পৌঁছালে চার্জ দেওয়া বন্ধ করুন

* ল্যাপটপ উত্তপ্ত স্থানে রাখবেন না তাপের কারণে ব্যাটারির শক্তি কমে যায়

* একটানা ল্যাপটপ ব্যবহার করবেন না কাজের মাঝে ১৫ থেকে ২০ মিনিট স্লিপিং মোডে রেখে দিন একটানা ল্যাপটপ ব্যবহার করলে, ব্যাটারি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি চার্জ শেষ হতে শুরু করে

* ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে সক্রিয় অ্যাপ ব্যাটারির ক্ষতি করে

* অ্যাপ আপডেট বন্ধ রাখুন ছাড়া নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন

* কাজ শেষে ল্যাপটপ বন্ধ রাখলে ব্যাটারি লাইফ বাড়বে

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন