বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
28 C
Dhaka

ভিভো ওয়াই২২এস, সাধ ও সাধ্যের দারুণ সমন্বয়

টেকভিশন২৪ ডেস্কঃ ডিজাইন ও লুকে অনন্য ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই২২এস এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ডিভাইসের অভিজ্ঞতা উপভোগের জন্য জনপ্রিয় ওয়াই সিরিজ। ওয়াই২২এস’র ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। স্মার্টফোনটি নিশ্চিতভাবে তরুণদের আকৃষ্ট করবে বলে প্রত্যাশা ভিভোর।

স্মার্টফোনটি উদ্বোধন উপলক্ষে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় , ”জনপ্রিয় ওয়াই সিরিজের মাধ্যমে প্রতিনিয়ত তরুণদের চাহিদা মিটিয়ে যাচ্ছে ভিভো। সাশ্রয়ী মূল্য এবং অত্যাধুনিক ফিচারের জন্য প্রত্যাশিত গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত স্মার্টফোন হয়ে উঠেছে ওয়াই সিরিজ। নতুন উদ্বোধন হওয়া ওয়াই২২এস মডেলটিতে নতুন নতুন ফিচার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গ্রাহদের প্রয়োজনের দিকটি মাথায় রেখেই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, নান্দনিক ডিজাইন, আকর্ষণীয় ক্যামেরাসহ বিভিন্ন ব্যতিক্রমী ফিচার।

স্মার্টফোনের জগতে স্টাইল ও প্রযুক্তির সেরা সমন্বয় নিয়ে এসেছে ভিভো ওয়াই২২এস। স্মার্টফোনটির স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের মাধ্যমে গ্রাহকরা নির্বিঘ্নে ও দ্রুত ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জের পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। শক্তিশালী প্রসেসর ও ব্যাটারির সমন্বয় মডেলটিকে করে তুলেছে অনন্য। স্মার্টফোনটিতে রয়েছে ৬জিবি র‌্যাম যাতে আছে অত্যাধুনিক এক্সটেন্ডেড র‌্যাম ফিচার। রমের পরিমাণ ১২৮জিবি, মেমোরি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এর লার্জ সেন্সর দেয় ঝকঝকে, আকর্ষণীয় ও উজ্জ্বল ছবির নিশ্চয়তা। ওয়াই২২এস মডেলটিতে রয়েছে সুপার নাইট ক্যামেরার পাশাপাশি ভিডিও ফেস বিউটি এবং মাল্টি-স্টাইল পোরট্রেইট ফিচার। সেলফি ও ভিডিও শ্যুট করার সময় ভিডিও ফেস বিউটি ফিচারের মাধ্যমে ব্যক্তির মুখমন্ডলের পরিপূর্ণ রূপ ফুটে উঠে। অন্যদিকে মাল্টি-স্টাইল পোরট্রেইট ফিচারটি ব্যবহারকারীর চেহাররা বিভিন্ন স্টাইল তুলে ধরে। রিয়ার ক্যামেরার সুপার নাইট মোড ফিচার রাতের ছবির বেশ কয়েকটি ফ্রেম তুলে ধরে যাতে ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী ছবিটি তুলতে পারেন; কম আলোতও ফিচারটি কার্যকর।

ওয়াই সিরিজের গ্রাহকদের আরো মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যে স্মার্টফোনটিতে আল্ট্রা গেম মোডের পাশাপাশি রয়েছে মাল্টি-টারবো ৫.৫। ব্যাকগ্রাউন্ডে চলমান বিভিন্ন অ্যাপের কারণে সৃষ্ট ল্যাগিং সমস্যা দূরীকরণে মাল্টি-টারবো ৫.৫ স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটিং পাওয়ার বিতরণ করে। এর ফলে গ্রাহকরা স্বাচ্ছন্দে স্মার্টফোনটিতে একসাথে বেশ কয়েকটি কাজ করতে পারবেন। অন্যদিকে আল্ট্রা গেম মোডের আওতায় ডো নট ডিসটার্ব, ব্রাইটনেস লক ও গেম পিকচার-ইন-পিকচার ফিচারগুলো গেম খেলার ক্ষেত্রে যোগ করেছে এক নতুন মাত্রা। ফলে পেশাগত গেমিং অভিজ্ঞতা উপভোগের সুযোগ এখন হাতের মুঠোয়।

সর্বশেষ ওয়াই সিরিজ স্মার্টফোন হিসেবে ওয়াই২২এস-এর ফ্রস্টেট এন্টি-গ্লেয়ার (এজি) সারফেস ডিভাইসটিতে নিশ্চিত করেছে স্টাইল ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়। ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং ২.৫ডি বাঁকানো স্ত্রিন ডিভাইসটিতে এনেছে আভিজাত্যের ছোঁয়া; ‍সাথে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস ওয়াক ফিচার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার জন্য পাওয়ার বাটনের পাশেই থাকা সাইড ফিঙ্গারপ্রিন্ট ডিজাইন ডিভাইসটিতে এনেছে নতুনত্ব। ফেস ওয়াক ফিচারের মাধ্যমে ডিভাইসটি হাতে নিলে চোখের নিমিষেই তা আনলক হয়ে যাবে।

ওয়াই২২এস স্মার্টফোনটি বর্তমানের জনপ্রিয় দুটি রঙে পাওয়া যাচ্ছে- স্টারলিট ব্লু ও সামার সিয়ান। স্টারলিট ব্লু এমন রঙ যাতে মনে হয় মহাবিশ্বে তারা জ্বলজ্বল করছে। ভবিষ্যত মেটাভার্সের অনুপ্রেরণায় অত্যাধুনিক সার্ফেস টেকচারিং টেকনিকসের সাহায্যে সামার সিয়ান রঙটি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন গঠন ও আকারের ডায়মন্ড প্যাটার্ন ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ন্যানো-স্কেল, কালার চেঞ্জিং ইলেকট্রোপ্লেটিং। সব মিলিয়ে সারফেসটিতে মেটালিক উজ্জ্বলতা এবং অনন্য নান্দনিকতা ফুটে উঠেছে। আপনার নিকটস্থ যে কোন স্টোর থেকে ডিভাইসটি ২১৯৯৯ টাকা দামে কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

একুশে পদক পাচ্ছেন অভ্রর মেহেদী হাসান খান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের অন্যতম পথিকৃৎ মেহেদী...

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাসের প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: অপেক্ষার পালা শেষ! আগামীকাল ২৯ জানুয়ারি থেকে...

সর্বশেষ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাডে হার্ট রেট সুবিধা আনলো অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল অবশেষে পাওয়ারবিটস প্রো ২ ইয়ারবাড উন্মোচন...

ফেব্রুয়ারি জুড়ে অনারের ‘কিনলেই জিতবেন’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আকর্ষণীয় এক ক্যাম্পেইন ‘কিনলেই...

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি

টেকভিশন২৪ ডেস্ক: সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির নজরকাড়া ছবি ও বিনোদন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img