শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
27 C
Dhaka

বিস্তৃত পরিসীমার রেফ্রিজারেটর নিয়ে প্রস্তুত সিঙ্গার

টেকভিশন২৪ ডেস্ক: রেফ্রিজারেটরে মাখন জাতীয় খাবার এবং ডিম রাখার ট্রে রাখার চল শুরু হওয়ার পর থেকে খাবার সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিগত ও মানের দিক থেকে অনেকদূর এগিয়ে যেতে হয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে। সময়ের সাথে সাথে গৃহস্থালি সরঞ্জাম হিসেবে এটি আজ এক অত্যাবশ্যকীয় চাহিদায় পরিণত হয়েছে। এখন গরমের সাথে সাথে বাড়ছে তাপমাত্রা; এ সময় রেফ্রিজারেশন ব্যবস্থাকেও সেই অনুপাতে এর ভেতরের খাবারকে ফ্রেশ রাখতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে হবে। অন্যদিকে, আসছে কোরবানির ঈদে আবার মাংস সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যাবে।

- Advertisement -

এসব বিষয় বিবেচনা করে, ক্রেতাদের রেফ্রিজারেটর সংক্রান্ত বিভিন্ন চাহিদা ও প্রত্যাশা পূরণে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ বিস্তৃত পরিসরের এর রেফ্রিজারেটর রেঞ্জ নিয়ে প্রস্তুুতি নিয়ে রেখেছে। সব শ্রেণী পেশার গ্রাহকের পছন্দ, প্রয়োজন, ক্রয়ক্ষমতা এবং রেফ্রিজারেটরের ধারণক্ষমতা সহ নানা দিক বিবেচনায় রেখে বিভিন্ন ফিচারে ও দামে রেফ্রিজারেটরগুলো বাজারে পাওয়া যাচ্ছে।

সিঙ্গার ডিরেক্ট কুল রেফ্রিজারেটরগুলো ঠান্ডা বাতাস প্রবাহের জন্য ‘কনভেকশন’ পদ্বতি ব্যবহার করে। বিদ্যুতের ব্যাঘাত ঘটলেও এই রেফ্রিজারেটরগুলো খাবারকে টাটকা রাখে। এই রেফ্রিজারেটরগুলোতে আর৬০০এ রেফ্রিজারেন্ট ব্যবহার করায়, রেফ্রিজারেটরগুলো পরিবেশ সহায়ক এবং ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমায়। প্রতিষ্ঠানটির ১৩৮ লিটার থেকে ৩৩৩ লিটার পর্যন্ত ধারণক্ষমতার বিস্তৃত পরিসরের রেফ্রিজারেটর রয়েছে; যেগুলো টপ মাউন্টেড ও বটম মাউন্টেড দুই ধরণ হিসেবেই বাজারে পাওয়া যায়। এই রেঞ্জের দাম ১৪,৩৯০ টাকা থেকে ৫০,৬৯০ টাকা পর্যন্ত।

সিঙ্গার নো ফ্রস্ট রেফ্রিজারেটরগুলোর ভেতরে জায়গা বেশি হয় এবং রেফ্রিজারেটরের ভেতরে খাবারের পুষ্টি ও ঘ্রান অক্ষুণœ থাকে। দৃষ্টিনন্দন এই রেফ্রিজারেটরগুলোর উডেন ব্ল্যাক ভিসিএম দরজার ভিতরের দিকে বরফ জমেনা, ফলে পরিষ্কার করা অনেক সহজ হয়। রেফ্রিজারেটরগুলোর ধারণ ক্ষমতা ৩২১ লিটার থেকে ৪৩২ লিটার পর্যন্ত, যা টপ মাউন্টেড ও বটম মাউন্টেড দুই ধরণেরই পাওয়া যায়। এই রেঞ্জের দাম ৪৮,৫৯০ টাকা থেকে ৭০,৭৯০ টাকা পর্যন্তÍ।

স্লিক ডিজাইনের সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলো দ্রুত খাবারকে শীতল করে। খাবারের গুণগত মান ও স্বাদ অক্ষুণœ রাখতে এই রেফ্রিজারেটরগুলো আদর্শ। এই রেফ্রিজারেটরগুলো কালো ও সিল্ভার এই দুই রঙের পাওয়া যায়। মডেলেভেদে রেফ্রিজারেটরগুলোর ধারণ ক্ষমতা ৪৩৬ লিটার থেকে ৫২১ লিটার পর্যন্ত হয়। এই রেঞ্জের দাম ৮০,৯৯০ টাকা থেকে ১৬৫,৯৯০ টাকা পর্যন্ত ।

কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য ঈদুল-আযহায় ফ্রিজার বা ডিপ ফ্রিজের চাহিদা বেড়ে যায়। পাশাপাশি, করোনাভাইরাসের প্রকোপের ফলে মানুষ সাধারণত ঘরেই বেশি সময় অতিবাহিত করে। তাই, পচনশীল খাবার সংরক্ষণে মানুষ ডিপ ফ্রিজের দিকে ঝুঁকছেন। সিঙ্গার ফ্রিজার/ডিপ ফ্রিজ এর দাম ১৬,৭৯০ টাকা থেকে ৪২,৪৯০ টাকা পর্যন্ত।

ইউরোপের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড বেকোর একমাত্র দেশীয় পরিবেশক সিঙ্গার বাংলাদেশ। সিঙ্গারের আউটলেটগুলোতে এখন বেকোর টপ মাউন্টেড, বটম মাউন্টেড, সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলো পাওয়া যায়। বেকোর রেফ্রিজারেটরগুলোর ধারণক্ষমতা ৩২১ লিটার থেকে শুরু করে ৫৫৮ লিটার পর্যন্ত। বেকো রেফ্রিজারেটরগুলোর এর দাম ৫৫,৪৯০ টাকা থেকে ১৭১,০৯০ টাকা পর্যন্ত।

সিঙ্গার এর সব ধরণের রেফ্রিজারেটরের জন্য দশ বছরের কমপ্রেসর ওয়্যারেন্টি সুবিধা দেয়। পণ্যক্রয়ে প্রতিষ্ঠানটি ক্রেতাদের ৬ মাস পর্যন্ত বিনাসুদে ১২ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও দিচ্ছে। এবং এই সুবিধা গ্রহণ করতে ক্রেতাদের ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম বিডিনগ সম্মেলন...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img