“বিজয় দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে আলোচনা সভা

“মহান বিজয় দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ।

সভাপতির বক্তৃতায় আইসিটি সচিব মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি একটি সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে উপস্থিত কর্মকর্তাগণসহ সকলের প্রতি আহবান জানান।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন