মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
32 C
Dhaka

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো সিনেসিস আইটির মুকুটে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি পিএলসি সম্প্রতি বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫-এ জয়ী হয়েছে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘ই-রিটার্ন’-এর জন্য।

- Advertisement -

এই স্বীকৃতি শুধু একটি প্রযুক্তির সাফল্য নয়, এটি নাগরিক জীবনে প্রযুক্তির বাস্তব প্রয়োগের একটি দৃষ্টান্ত। কর দাখিল প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও সম্পূর্ণ ডিজিটাল রূপে রূপান্তরিত করার মাধ্যমে ‘ই-রিটার্ন’ এখন বাংলাদেশের কর প্রশাসনে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

কর দাখিল এখন নাগরিকের হাতে

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কর দাখিল প্রক্রিয়া অনেকের কাছে জটিল ও সময়সাপেক্ষ ছিল। সেই প্রেক্ষাপটে সিনেসিস আইটির তৈরি “ই-রিটার্ন” প্ল্যাটফর্মটি এই ব্যবস্থায় এনেছে বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশন প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই সিস্টেমটি কয়েক মিনিটেই রিটার্ন ফাইলিং, কর দায় হিসাব, উৎস কর দাবি ও কর প্রমাণপত্র ডাউনলোডের মতো প্রক্রিয়াগুলো সম্পন্ন করে।

ই-রিটার্নের সঙ্গে সংযুক্ত হয়েছে iBAS++, BRTA, ETDS, ও aChallan।  যার ফলে করদাতারা এখন একক প্ল্যাটফর্মেই পাচ্ছেন নিরাপদ ও তাৎক্ষণিক সেবা। ডিজিটাল লেজার, রিয়েল-টাইম চালান জেনারেশন এবং স্বচ্ছ ডেটা প্রবাহ নিশ্চিত করে প্ল্যাটফর্মটি কর ব্যবস্থায় এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সংখ্যায় সাফল্যের গল্প

২০২৫ সালের অক্টোবর পর্যন্ত, ই-রিটার্নের মাধ্যমে ৩০ লক্ষাধিক ব্যবহারকারী ইতোমধ্যে কর দাখিল সম্পন্ন করেছেন, যেখানে জমা হয়েছে ৩২ লক্ষাধিক রিটার্ন। প্ল্যাটফর্মটি এখন পর্যন্ত ২১২ কোটি টাকা কর প্রদান সহজ করেছে — যা দেশের ডিজিটাল রাজস্ব ব্যবস্থার একটি ঐতিহাসিক অগ্রগতি। এতে করদাতাদের জন্য প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ে এসেছে কাঙ্ক্ষিত গতি।

ই-রিটার্ন এর কারণে :

  • ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে রাজস্ব বেড়েছে ৪ গুণ
  • কর সংগ্রহের খরচ কমেছে ১০ গুণ
  • করদাতার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে

জাভা, অ্যাঙ্গুলার এবং এসকিউএল সার্ভার-ভিত্তিক স্থাপত্যে তৈরি ই-রিটার্ন চলে লিনাক্স-ভিত্তিক মাল্টি-ইনস্ট্যান্স ডাটাবেসে, যা পিক টাইমেও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে। সিস্টেমটি ISO 27001 এবং ISO 9001 মান অনুসরণ করে, যা নিরাপত্তা, গুণমান ও নির্ভরযোগ্যতার দিক থেকে এটিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে।

ভবিষ্যতের দিগন্তে রিটার্ন

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও সিনেসিস আইটি যৌথভাবে ই-রিটার্নকে আরও নাগরিকবান্ধব ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নতুন কিছু উদ্যোগ নিয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে—

  • সহজতর ই-ফাইলিংয়ের জন্য মোবাইল অ্যাপ উন্নয়ন
  • কর্পোরেট কর দাখিলের জন্য ইউনিফাইড প্ল্যাটফর্ম ও ডায়নামিক রিপোর্টিং টুলস
  • নাগরিক সহায়তার জন্য ২৪/৭ সচল কল সেন্টার

রিটার্ন সহ অন্যান্য জাতীয় প্রকল্পে সিনেসিস আইটির অবদান

প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে কাজ করে আসছে সিনেসিস আইটি পিএলসি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে CMMI Level 3 এবং ISO সার্টিফাইড, এবং স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, টেলিকম ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে ২০০-টিরও বেশি জাতীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। ৫৫০ জনের বেশি পেশাদার নিয়ে ৫.৫ কোটিরও বেশি নাগরিককে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রযুক্তি খাতে অভাবনীয় সাফল্য তৈরি করেছে। সিনেসিস আইটি ই-রিটার্ন ছাড়াও ই-টিন, সিবিভিএমপি, স্বাস্থ্য বাতায়নসহ অন্যান্য জাতীয় প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে।

উদ্ভাবনের ধারায় এগিয়ে চলা

সিনেসিস আইটির প্রতিটি প্রকল্প নাগরিক জীবনে প্রযুক্তির ইতিবাচক প্রভাব তৈরি করে চলেছে। বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘ই-রিটার্ন’-এর সাফল্য সেই ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। সিনেসিস আইটির এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশের প্রযুক্তি খাত এখন কেবল বৈশ্বিক মানে প্রতিযোগিতা করছে না, বরং উদ্ভাবনে নতুন মানদণ্ড তৈরি করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

সর্বশেষ

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য...

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

বাংলাদেশ-জাপানের অংশীদারিত্বে দেশে আইসিটি মানবসম্পদ উন্নয়নে বি-টপসি সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকার আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে বি-টপসি (বাংলাদেশ...

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শিল্পখাতের টেকসই উন্নয়নে জাতিসংঘের টেকসই উন্নয়ন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img