বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:২৫ পূর্বাহ্ণ
27 C
Dhaka

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস স্পেস ক্যাম্প অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তোলার লক্ষ্যে স্পেস ইনোভেশন ক্যাম্প সফলভাবে আয়োজন করেছে “দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস স্পেস ক্যাম্প ২০২৫” ।

এই দিনব্যাপী স্পেস ক্যাম্পটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে অনুষ্ঠিত হয়, যেখানে সারা বাংলাদেশের ৮৫ টা স্কুলের শিশু-কিশোররা অংশগ্রহণ করেছে। মহাকাশ প্রযুক্তি, রোবোটিক্স, রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনট প্রশিক্ষণের মতো ভিন্ন ধর্মী কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য ছিল এক অনন্য শিক্ষামূলক অভিজ্ঞতা।

অভিজ্ঞ মিশন কন্ট্রোলারদের সহযোগীতায় শিশু-কিশোররা শিখেছে মডেল রকেট তৈরী ও উৎক্ষেপন, স্পেস রোবট তৈরী ও প্রোগ্রামিং, টেলিস্কোপ তৈরী ও মহাকাশ পর্যবেক্ষন, মঙ্গল ও চাঁদের জন্য কলনি ডিজাইন, ছিল ভি আর বেইসড অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ।

এছাড়াও শিশু-কিশোরদের একটি টীম মার্স কলোনী তৈরীর পাশা-পাশি পাবলিশ করেছে তাদের নিজেদের রিসার্চ পেপার।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসানুল এ হাসান, ফাউন্ডার মেম্বার ও ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ, (এআইইউবি), তিনি বলেন “আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশে এই ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে, আমাদের শিশু-কিশোররা আজকের এই কর্মশালায় যে ধরনের এক্টিভিটিগুলো করেছে তা তাদের সৃজনশীলতা ও কৌতূহল আরও বাড়িয়ে তুলবে। আমি বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রকৌশলী এবং মহাকাশ গবেষকদের তৈরি করতে সাহায্য করবে”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস গার্ডিনার, ইকোনমিক অফিসার, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, তিনি বলেন “স্পেস ইনোভেশন ক্যাম্প এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে শিশু-কিশোররা মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোট বয়স থেকেই তাদের স্বপ্ন দেখা শুরু করতে পারছে, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক, এবং নভোচারী। তারা এখানে নতুন কিছু শেখার, আবিষ্কারের এবং নিজেদের কল্পনাশক্তিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়”।


স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট বলেন, ” আমাদের লক্ষ্য আগামী দিনেও শিশু-কিশোরদের জন্য আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসা, যাতে তারা শিখতে পারে, আবিষ্কার করতে পারে, এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। “

এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ড. কারমেন জে. লামাগ্না, মেম্বার, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি, প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এআইইউবি, প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, এআইইউবি।

আয়োজনটিতে নলেজ পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ জুনিয়র, টেক পার্টনার ই-সফট ও রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মিডিয়া পার্টনার এনিগমা টিভি এবং সহযোগীতায় ছিলো সায়েন্টিফ্লাই, কিডস কোডিং ক্লাব এবং টীম এটলাস।

এই সপ্তাহের জনপ্রিয়

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

সর্বশেষ

এআই টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ...

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

টেকভিশন২৪ ডেস্ক: রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ...

শিগগিরই প্রোগ্রামারদের স্থান নেবে না এআই: আইবিএম সিইও

টেকভিশন২৪ ডেস্ক: আইবিএমের প্রধান নির্বাহী অর্জিন্দ কৃষ্ণা বলেছেন, কৃত্রিম...

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ নির্দেশনা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img