দেশে বন্ধ হচ্ছে থ্রি-জি সেবা

থ্রি-জি
থ্রি-জি

টেকভিশন২৪ ডেস্কঃ তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা থ্রি-জি থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করল বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারি থেকে থ্রি-জি সেবা পুরোপুরি বন্ধ। সচল থাকবে টু-জি এবং ফোরজি সেবা।

রোববার, ৬ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেন, দেশে থ্রি-জি নেটওয়ার্কের কোনো প্রয়োজনীয়তা নাই। এটিকে ইতোমধ্যে ফোরজিতে রূপান্তরিত করা হয়েছে। থ্রি-জি মোবাইল ফোনও দেশে নতুন করে তৈরি করা হবে না।

কমপক্ষে টু-জি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ফোরজির পাশাপাশির টু-জি সেবার দরকার আছে। যারা থ্রি-জি সেবা ব্যবহার করছেন তারা টু-জি ব্যবহার করতে পারবে না। থ্রি-জি একটি পুরাতন প্রযুক্তি।

মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেটের সঙ্গে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দিতে ২০১৩ সালে দেশে চালু হয় তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা থ্রিজি। এ প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো মোবাইল ফোনে টিভি দেখা, ভিডিও কলে কথা বলা, স্বল্পসময়ে মুভি ট্রান্সফারের অভিজ্ঞতার স্বাদ পান গ্রাহকরা।

ফাইভজির আগমন ও ফোরজির দাপটে মাত্র ৯ বছরের মাথায় অস্তিত্ব হারাচ্ছে এ সেবা সেবা।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন