ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী বিডিওআই ২০২৩-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নজরুল এডুপ্লেক্স এ অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (বিডিওআই) ২০২৩ এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  চ্যাম্পিয়ন ফারহান আহমেদের হাতে গোল্ড মেডেল ও ট্রফি তুলে দিচ্ছেন  বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. জাফর ইকবাল।  এসময়  উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, বাংলাদেশ  বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান ও  ডাচ্ বাংলা ব্যাংকের উপ মহাপরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারী।

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (বিডিওআই) ২০২৩ এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নজরুল এডুপ্লেক্স এ অনুষ্ঠিত হয়। সমগ্র বাংলাদেশ থেকে প্রিলিমিনারী রাউন্ডের মাধ্যমে  সোরাদের নির্বাচিত করে দুইদিনব্যাপী এ চূড়ান্ত প্রতিযোগীতায় ৬১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের উপ মহাপরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ  বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান, অর্গানাইজিং কমিটির কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী ও প্রবলেম এনালাইসিস করেন সহকারি অধ্যাপক মামুন।

প্রতিযোগিদের মধ্যে সেরা ৭ জন বিজয়ীদের ১ জনকে গোল্ড, ১ জনকে সিলভার, ৫ জনকে ব্রোঞ্জ পদক পরিয়ে দেন অতিথি বৃন্দ। গোল্ড পদক পান ফারহান আহমেদ, সিলভার পদক পান অঅবরার আল সামিত অঅর ব্রোঞ্জ পদক প্রাপ্তরা হলেন জারিফ রহমান, এস এম এ নাহিয়ান, মোঃ নাফিস ুল হক সিফাত, দেশ আচার্য ও শাহরিয়্রা খান।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন