বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka

টেক অব ইস্তাম্বুল ২০২৫-এ বাক্কোর প্রতিনিধিদল

- Advertisement -

টেকভিশন২৪ ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় (১০-১১ ডিসেম্বর) আন্তর্জাতিক উদ্ভাবন ও উদ্যোক্তা সম্মেলন ‘টেক অব ইস্তাম্বুল ২০২৫’। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীমের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা তুলে ধরেছে।

টেক অব ইস্তাম্বুল ২০২৫-এ বাক্কো প্রতিনিধিদলের অংশগ্রহণকারী সদস্যরা হলেন মাই আউটসোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিরুল বাসার, টেকসলজার বিপিও-এর সিইও মো. কাইয়ুম হোসেন, লিভিং ব্র্যান্ডসের কিউরেটর হাবিব রাহমান। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক, স্টার্টআপ, বিনিয়োগকারী ও শিল্পনেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে স্টার্টআপ প্রদর্শনী, বিনিয়োগকারী বৈঠক, পিচিং সেশন, কর্মশালা ও কী-নোট আলোচনার পাশাপাশি প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে বাক্কো প্রতিনিধিদলের অংশগ্রহণকারী সদস্যরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিপিও, আইটিইএস ও প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবাসমূহ আন্তর্জাতিক দর্শনার্থী, বিনিয়োগকারী এবং সম্ভাব্য অংশীদারদের সামনে উপস্থাপন করেন। যা বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও দৃশ্যমান করেছে।

সম্মেলনের অংশ হিসেবে “আঞ্চলিক স্টার্ট-আপ ইকোসিস্টেম: আজারবাইজান, বাংলাদেশ, তুরস্ক” শীর্ষক পাবলিক স্পিকিং সেশনে বক্তব্য রাখেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম। তিনি আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ ও আউটসোর্সিং ইকোসিস্টেম এবং টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে আন্তঃদেশীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

টেক অব ইস্তাম্বুল ২০২৫-এ বাক্কোর এই অংশগ্রহণ বৈশ্বিক উদ্ভাবন আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সংগঠনটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাক্কো বিশ্বাস করে, এ ধরনের আন্তর্জাতিক সম্পৃক্ততা দেশের বিপিও ও আইটিইএস খাতের বৈশ্বিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

সর্বশেষ

ফের বিকাশ এর ব্র্যান্ড এনডোর্সার মেহজাবীন

টেকভিশন২৪ ডেস্ক: সফলতার সাথে দুই বছরেরও বেশি সময় ধরে...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি–এক্সেনটেকের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি...

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, এটি রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস...

টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img