৪ হাজার শব্দে টুইট করা যাবে টুইটার এ

টুইটার

টেকভিশন২৪ ডেস্কঃ টুইটার এ ২৮০ ক্যারেক্টার হলো টুইট করার সর্বোচ্চ সীমা। ফেসবুক বহু আগে এই শব্দের সীমানা ভাঙলেও টুইটারের তাদের স্বকীয়তা ২৮০ ক্যারেক্টার ধরে রেখেছিল। এতে টুইটারে দীর্ঘ টুইট করা যেত না। অনেকের কাছে এটা একটা সমস্যাও ছিল বটে। তবে এই সমস্যার সমাধানে নতুন পথে হাঁটতে যাচ্ছে প্রতিষ্ঠানটির নতুন মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ

ক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবারে মাস্ক বলেন, ২৮০ নয়, ৪ হাজার ক্যারেক্টার পর্যন্ত একসঙ্গে পোস্ট করা যাবে টুইটারে।

কিভাবে ২৮০ থেকে ৪ হাজার ক্যারেক্টার করা হবে, তার বিস্তারিত জানা যায়নি। কবে নাগাদ চালু হবে তাও বলা হয়নি মাস্কের পক্ষ থেকে।

টুইটার ব্যবহারকারীদের কাছে এই খবর খুশির হয়েই আসার কথা। ফেসবুকের চেয়ে অনেকের কাছেই টুইটার বেশি জনপ্রিয়, কারণ এতে বন্ধুতালিকা নেই, আছে অনুসরণ তালিকা। একজন ব্যবহারকারী নিজে ঠিক করে নেন তিনি কাকে কাকে অনুসরণ করবেন। ফলে তার নিউজ ফিডে পছন্দের তথ্যগুলোই আসে। তবে মাঝে মাঝে টুইটারে ছোট পোস্টগুলো বিরক্তির কারণও হয়ে উঠে।

আর সেটি হচ্ছে ২৮০ ক্যারেক্টারের বেশি লিখতে না পারার বিষয়টি। টুইটারে মনের ভাব প্রকাশ করতে এর মধ্যেই সীমাবন্ধ থাকতে হয়।

শুরুতে কেবল ১৪০ ক্যারেক্টার লেখা যেত টুইটারে। ২০১৭ সালে তা ২৮০ ক্যারেক্টার পর্যন্ত বাড়ানো হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন