বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
27.6 C
Dhaka

‘চ্যালেঞ্জিং শট নেওয়া সহজ করেছে ভিভো’

টেকভিশন২৪ ডেস্ক : ‘ভিভো এক্স৭০ প্রো ৫জি ‘তে বিভিন্ন ইউনিক ফিচার আছে যা ভিডিও শুটিংয়ে দারুণ কাজ করে। এই স্মার্টফোনটির মাধ্যমে বেশ সহজে শট নিতে পেরেছি। চ্যালেঞ্জিং এবং ছোট ছোট জায়গাগুলোতেও ভিভো এক্স৭০ প্রো ৫জি নিয়ে গেছি, শুট করেছি। চ্যালেঞ্জিং ঐ শটগুলো নেয়া বেশ সহজ করেছে এই ডিভাইসটি।’

এভাবেই বলছিলেন সাম্প্রতিক আলোচনায় উঠে আসা শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান’ এর পরিচালক ভিকি জাহেদ। শর্টফিল্মটির সম্পূর্ণ ভিডিও চিত্র ধারণ করা হয়েছে ভিভো এক্স৭০ প্রো ৫জি দিয়ে। ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় পাঁচটি টিভি চ্যানেলসহ ভিভোর অফিসিয়াল ফেইসবুকে প্রচার হয়েছে অ্যা হ্যাপি ম্যান। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং ২০১৬ এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ রুকাইয়া জাহান চমক।

কিছুদিন আগেই বাংলাদেশের স্মার্টফোনের বাজারে এসেছে ভিভোর এক্স সিরিজের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স৭০ প্রো ৫জি। ডিভাইসটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর পেছনের রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যা গুণগত মানের দিক থেকে প্রফেশনাল ক্যামেরার সমকক্ষ।

তাছাড়া ভিভো এক্স৭০ প্রো ৫জি’তে আছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের অপটিক্স। স্থির ছবি বা ভিডিও ধারণের জন্য ফোনটিতে রয়েছে আল্ট্রা-সেন্সিং গিম্বল ক্যামেরা ও গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি।  

এই প্রফেশনাল ক্যামেরা ফিচারের কারণেই   অ্যা হ্যাপি ম্যান শর্টফিল্ম এর শুটিং হয়েছে ভিভো এক্স৭০ প্রো ৫জি’র রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারে দিয়ে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ভি চিপ এবং ৪৪৫০মিলিএম্পিয়ার এর দীর্ঘস্থায়ী ব্যাটারি, এবং সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ মিলে এই শর্ট ফিল্ম নির্মানের সময় দিয়েছে এক দুর্দান্ত পারফরম্যান্স।

শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শর্টফিল্মটির পরিচালক ভিকি জাহেদ আরও বলেন, ‘ভিভো এক্স ৭০ প্রো ৫জি দিয়ে আমি অ্যা হ্যাপি ম্যান শর্টফিল্মটি শ্যুট করেছি। আমার এক্সপেরিয়েন্সটা বেশ মজার ছিল। সাধারণত মোবাইল ফোন দিয়ে ফিকশন বা শর্ট ফিল্ম বানানোর সুযোগ আমাদের হয় না। ভিভো এক্স ৭০ প্রো ৫জি আমাকে সে সুযোগ এনে দিয়েছিল।’

স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে জাহেদ বলেন, ‘এই স্মার্টফোনে বিভিন্ন ইউনিক ফিচার আছে যা ভিডিও শুটিংয়ে সাহায্য করে। এর গিম্বল স্ট্যাবিলাইজেশনটাও মজার একটা ইনপুট। এর কারণে বেশ সহজে ফলো শট নিতে পেরেছি। এছাড়া বেশ চ্যালেঞ্জিং ও ন্যারো জায়গাগুলোতে স্মার্টফোনটি নিয়ে গিয়েছি। ওখানেও বেশকিছু ইন্টারেস্টিং শট  নিয়েছি। একটা সিলিং ফ্যানের পিওভিতে আমরা শট নিয়েছি। বাইকের পেছনে ডিওপি স্মার্টফোনটি নিয়ে বসে গিয়েছিলেন। বাইক চলছিল, উনি শট নিচ্ছিলেন। একটা চেজিং সিন আমরা এভাবে শ্যুট করেছি। কিছু কিছু ন্যারো স্পেস বা চ্যালেঞ্জিং জায়গাগুলোতে নরমালি একটা নরমাল ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া যেতো না যেটা মোবাইল ফোন নিয়ে আমরা যেতে পেরেছি এবং শট গুলো অনায়াসে নিতে পেরেছি।’

অভিনেতা খায়রুল বাশার বলেন, ‘খুবই দারুণ একটা অভিজ্ঞতা। ফুটেজগুলো আমি দেখেছি। চমৎকার সব ফুটেজ পাওয়া গেছে। স্মার্টফোন দিয়ে শর্টফিল্মটি করা হয়েছে এতে বেশ অবাক হয়েছি। আমার খুব ভালো লেগেছে।’

র্শটফল্মিটি দেখতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=QNvQS3vC0DQ&t=33s

এই সপ্তাহের জনপ্রিয়

চেঞ্জ মেকার বিজনেস ক্লাব-এর শুভ উদ্বোধন ও আহবায়ক কমিটি ঘোষণা

নিজের বলার মত একটা গল্প ফাঊন্ডেশন এর সফল উদ্যোক্তাদের...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক সম্প্রতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি...

সর্বশেষ

অপো রেনো ১৪ সিরিজ ৫জি’র দুইটি মডেল উন্মোচন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এক জাঁকজমকপূর্ণ...

ডেটা প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশের অগ্রযাত্রা

ঢাকায় সিগেট পার্টনার সামিট ২০২৫ অনুষ্ঠিত টেকভিশন২৪ ডেস্ক: ডেটা এখন...

তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের জনপ্রিয় তিন...

পাসওয়ার্ড দুর্বলতায় পথে বসল ১৬০ বছরের কোম্পানি

পাসওয়ার্ড দুর্বলতায় পথে বসল যুক্তরাজ্যের ১৬০ বছরের পুরোনো কোম্পানি।...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img