বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka

গিগাবাইটের এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক : প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায় সূচিত করে কাঠের নকশায় তৈরি বিশ্বের প্রথম মাদারবোর্ড উন্মোচন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ নামের এই মাদারবোর্ডটি নান্দনিকতা ও উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তির এক ব্যতিক্রমী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

গিগাবাইট জানিয়েছে, প্রাকৃতিক কাঠের নকশা ও উষ্ণ রঙের ব্যবহার এই মাদারবোর্ডকে প্রচলিত প্রযুক্তিপণ্য থেকে আলাদা করেছে। এতে ব্যবহৃত চামড়ার টানবার অংশ ব্যবহারকারীর হাতে আরামদায়ক ও বিলাসী অনুভূতি এনে দেয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিকে ঘরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এ নকশার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও মাদারবোর্ডটিতে রয়েছে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ব্যবহৃত উন্নত ভিআরএম তাপ সুরক্ষা প্রযুক্তি, তাপ পরিবাহী পাইপ, এম.টু তাপ সুরক্ষা ব্যবস্থা এবং বিশেষ পিসিবি তাপ প্লেটের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ সক্ষমতা প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘ সময় ভারী কাজের ক্ষেত্রেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে।

এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্ল্যাটফর্মের ওপর। এতে রাইজেন নয় হাজার, আট হাজার ও সাত হাজার সিরিজের প্রসেসর ব্যবহারের সুবিধা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক্স থ্রিডি টার্বো মোড দুই পয়েন্ট শূন্য প্রযুক্তির মাধ্যমে প্রসেসরের কর্মক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে। মাদারবোর্ডটিতে ডিডিআর ফাইভ মেমোরি ব্যবহারের সুবিধা রয়েছে, যা নয় হাজার মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত গতিতে পরিচালনা করা যাবে। শক্তিশালী ডিজিটাল ১৬+২+২ ফেজ ভিআরএম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও দক্ষ শক্তি সরবরাহ নিশ্চিত করে।

গ্রাফিক্স ব্যবস্থার জন্য এতে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট রয়েছে, যার মাধ্যমে একসঙ্গে দুটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব। পাশাপাশি চারটি এম.টু স্টোরেজ স্লট যুক্ত করা হয়েছে, যেখানে পিসিআই এক্সপ্রেস ৫.০/ ৪.০ এক্সফোর প্রযুক্তি সাপোর্ট করবে। আট স্তরের ব্যাক ড্রিলিং পিসিবি প্রযুক্তি সিগন্যাল প্রতিফলন কমিয়ে সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। নেটওয়ার্ক ও সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল ফাইভজিবিই এলএএন সংযোগ এবং উচ্চক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন সুবিধা। এছাড়া ডুয়াল ইউএসবি ফোর টাইপ সি পোর্ট, ডিসপ্লে আউটপুট সুবিধাসহ এইচডিএমআই সংযোগের ব্যবস্থাও রাখা হয়েছে এটিতে।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে প্রি-ইনস্টলড ওয়াই-ফাই ড্রাইভারসহ ড্রাইভার বায়োস, সহজ তাপ নিয়ন্ত্রণের জন্য এম.টু ইজেড ফ্লেক্স, দ্রুত অ্যান্টেনা সংযোগের জন্য ওয়াই-ফাই ইজজেড প্লাগ এবং স্ক্রু ছাড়াই স্টোরেজ স্থাপনের সুবিধা দেওয়া এম. টু ইজেড ল্যাচ প্রযুক্তি।

প্রতিষ্ঠানটির মতে, এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ড এমন একটি সময়কে প্রতিনিধিত্ব করে, যখন উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং কেবল কর্মক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ঘরের সৌন্দর্যের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। কাঠের নকশার কম্পিউটার ব্যবস্থার জনপ্রিয়তা বাড়ার প্রেক্ষাপটে এই মাদারবোর্ড গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য একটি প্রিমিয়াম বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বৈশ্বিক বাজারে উন্মোচিত নতুন এই মাদারবোর্ড খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। দেশের বাজারে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে পণ্যটি সরবরাহ করা হবে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে গিগাবাইটের ওয়েবসাইটে: https://www.aorus.com/en-bd/motherboards/X870E-AERO-X3D-WOOD/Key-Features

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

সর্বশেষ

টেক অব ইস্তাম্বুল ২০২৫-এ বাক্কোর প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে দুই দিনব্যাপী...

ফের বিকাশ এর ব্র্যান্ড এনডোর্সার মেহজাবীন

টেকভিশন২৪ ডেস্ক: সফলতার সাথে দুই বছরেরও বেশি সময় ধরে...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি–এক্সেনটেকের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি...

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, এটি রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img