এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হয়েছেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার

এফবিসিসিআই এর সহ-সভাপতি মনোনীত হয়েছেন শমী কায়সার।

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট ইকোনোমি’র সংকল্পে এফবিসিসিআই এর সহ-সভাপতি মনোনীত হয়েছেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

আর এর মাধ্যমেই তথ্য প্রযুক্তি খাতের পক্ষ থেকে প্রথম নারী নেত্রী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের শীর্ষস্থানীয় পদে আসীন হলেন তিনি। নির্বাচিত হওয়ার পর স্মার্ট ইকোনমির এজেন্ডা নিয়ে দেশব্যাপী ব্যবসায়ীদের ডিজিটালাইজেশনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শমী কায়সার।

বুধবার বিকেলে নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। ঘোষণা অনুযায়ী, ২০২৩-২৫ মেয়াদের জন্য এফবিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল লিডার হিসেবে মাহবুব আলম। আর সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আমীন হেলালী।

এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এমএন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ভোর রাতে ৮৫২ ভোট পেয়ে বিজয়ী হওয়ার ওপর ওই দিন সন্ধ্যায় ই-ক্যাব কার্যালয়ে ফুলেল ভালোবাসায় সিক্ত দ্বিতীয় মেয়াদে এফবিসিসিআই-এ নির্বাচিত শমী কায়সার বিজয়ের পেছনে ই-ক্যাব পরিবারের অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তখন তিনি ভ্যাট-ট্যাক্সের ডিজিটাল রূাপন্তরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছিলেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন