এআই ফিচারের স্মার্ট টিভি নিয়ে এলো এলজি

এআই ফিচারের স্মার্ট টিভি নিয়ে এলো এলজি
এআই ফিচারের স্মার্ট টিভি নিয়ে এলো এলজি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ল্যাপটপের পর এবার স্মার্ট টিভিতেও এলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার। এলজি এনেছে এআই ফিচারের এই ফোন। মডেল এলজি কিউএনইডি ৮৩ স্মার্ট টিভি।

এই টিভিতে একটি নতুন ডিসপ্লে প্যানেল রয়েছে, যা কোয়ান্টাম ডট এবং ন্যানো-সেল প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে। এলজির নতুন এই টিভি ৪কে রেজুলেশনের ডিসপ্লেসহ বাজারে এসেছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে ডলবি ভিশন সাপোর্ট করে। কোম্পানি দুটি স্ক্রিন সাইজে এই টিভিটি লঞ্চ করেছে।

এলজি কিএনইডি ৮৩ মডেল পাওয়া যাবে ৫৫ ও ৬৫ ইঞ্চির ডিসপ্লেতে। কিএনইডি অর্থাৎ কোয়ান্টাম ডট ন্যানো সেল ডিসপ্লে প্যানেলসহ এই টিভিগুলি ব্র্যান্ডের প্রিমিয়াম ডিভাইস। ব্র্যান্ডটি সিইএস ২০২৪ এর আসরে প্রকাশ্যে আনা হয়েছিল।

মাল্টি-ভিউ ফিচার সাপোর্ট করে এই টিভিতে। এই টিভিটি ওয়েব ওএসে কাজ করে। এতে আপনি ডিসনি প্লাস, হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, অ্যাপল টিভিসহ আরও অনেক অ্যাপের এক্সেস পাবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন