শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ণ
27.2 C
Dhaka

আগামীকাল শনিবার আইএসপিএবি’র নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)’র নির্বাচন আগামীকাল ১৭ মে, ২০২৫ শনিবার সকালে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, ২য় তলায় অনুষ্ঠিত হবে। ২০২৫-২০২৭ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, অ্যাসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণী সহ মোট ৯২৪ জন ভোটার।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নির্বাচনের ভোট গ্রহণ পরিচালনা করবেন আইনজীবিদের সমন্বয়ে গঠিত নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট, মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো: এরশাদ হোসেন (রাশেদ) এবং জেনারেল, এডভোকেট রাকিব হোসেন।

এসময় নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড: একে এম শামছুল ইসলামের সঙ্গে সদস্য হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লে: কর্ণেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ওমো: নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯টি পদের জন্য ১৪ জন প্রার্থী হয়েছেন এবার। এদের মধ্যে ১১ সদস্য একাট্টা হয়ে গঠন করেছেন টিম ইউনাইটেড। এই প্যানেলের হয়ে শুক্রবার রাতে শেষ মুহূর্তের প্রচারণা চালাতে দেখা গেছে প্যানেলে সদস্যদের।

এরা হলেন- আম্বার আইটি’র সিইও আমিনুল হাকিম, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা:) লিমিটেড), অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

আর স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে আছেন- মো: আজহারুল হক চৌধুরী, মো: ইরফান উদ্দিন সাইমুন এবং সাব্বির আহমেদ।

অপরদিকে সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪টি পদের প্রার্থী ১০জন। এরা হলেন- তারিক হাসান তুর্য, মোহাম্মদ আলমগীর হোসেন, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো: জুবায়ের ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মো: ইমদাদুল হক (মিলন), এস এম সাইফুল ইসলাম সেলিম, মো: নাছির উদ্দীন, রাইসুল ইসলাম তুহিন ও আনোয়ার আহমেদ)।

দুই ক্যাটাগরির ২৪ জন প্রার্থী থেকে ২০২৫ – ২০২৭ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ভোট গণনা শুরু হবে শনিবার বিকাল ৪ টায়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৯ মে ২০২৫ তারিখে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

এলওকিউ সিরিজের এআই পাওয়ারড ল্যাপটপ বাংলাদেশে  

টেকভিশন২৪ ডেস্ক: লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

‘বেস্ট চয়েস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে গিগাবাইট অরোস মাস্টার ১৬

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট তাদের নতুন...

রবি ও এয়ারটেলে ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুকের ফটো ভার্সন...

পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি বহুল জনপ্রিয়...

সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img