শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
29 C
Dhaka

অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না, ডিলার মিটে বক্তরা

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়া আহ্বান জানিয়েছেন স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস পরিচালক জাফর আহমেদ।

তিনি বলেন, দুই যুগ ধরে স্মার্ট টেকনোলজিস গিগাবাইটের সঙ্গে কাজ করছে। গিগাবাইট বিশ্বস্ত ব্র্যান্ড, যা সর্বোচ্চ মানের পণ্য এবং ভালো আফটার-সেলস সার্ভিস নিশ্চিত করে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় এলিফ্যান্ট রোড ও মাল্টিপ্লান সেন্টারের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন। সেখানেই তিনি এসব কথা বলেন।

গিগাবাইট শুধু মাদারবোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই জানিয়ে জাফর আহমেদ বলেন, গিগাবাইট এখন মনিটরসহ পুরো পিসি হার্ডওয়্যার সেগমেন্টে ভালো করছে এবং নতুন নতুন পণ্য নিয়ে বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে।”

গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত রাজধানী ঢাকারে গিগাবাইট ডিলার মিটে- নতুন পণ্য, প্রযুক্তি এবং বিশেষ অফার নিয়ে আলোচনা করেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

তিনি বলেন, বাংলাদেশের বাজারে গিগাবাইট মনিটর, গ্রাফিক্স কার্ডসহ অন্যান্য পণ্যের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি জানান, পাওয়ার সাপ্লাই পণ্যগুলোর ক্ষেত্রে বার্ন ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করা হয়েছে, যা ডিলারদের জন্য ইতিবাচক সাড়া ফেলেছে।

গিগাবাইটের পক্ষ থেকে ‘ফাগুনের আগুন’ নামের বিশেষ অফার ঘোষণা করা হয়েছে, যা ডিলার ও ভোক্তাদের জন্য আকর্ষণীয় ছাড় ও সুবিধা দেবে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনি সুজন বলেন,‘গিগাবাইট, স্মার্ট টেকনোলজিস এবং আমাদের ডিলাররা একসঙ্গে একটি পারিবারিক সম্পর্কের মতো কাজ করছে। আপনাদের আন্তরিকতায় গিগাবাইট পরিবার মুগ্ধ।

ডিলার ও গ্রাহকদের ‘স্মার্ট ওয়ারেন্টি’ স্টিকার দেখে পণ্য কেনার আহ্বান জানানো হয়, যাতে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা কমে।

ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, গিগাবাইটের প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।

উল্লেখ্য, গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার...

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

ইকবাল আহমদ ফখরুল হাসান: বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট...

ইলন মাস্কের ইন্টারনেট: কার লাভ, কার ক্ষতি?

তানভীর হাসান তুরান: সম্প্রতি ডঃ ইউনুসের সাথে ট্রাম্প প্রশাসনের...

সর্বশেষ

গেমার রাহিব রেজা স্বরণে ই-স্পোর্টস টুর্নামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: *ই-স্পোর্টস টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশি কম্পিউটিং গেইমের পথিকৃৎ...

৫৯৯ ডলারের আইফোন ১৬ই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল তাদের বাজেট স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ...

ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা...

এমএফএসের অপব্যবহার রোধে কর্মশালায় অংশ নিলো ৪৫০ তদন্ত কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল আর্থিক সেবা খাতকে আরও সুরক্ষিত করতে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img