বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
13.2 C
Dhaka

অনলাইনে শর্তসাপেক্ষে ইলিশ বিক্রির অনুমতি পেল ৭ উদ্যোক্তা, বাদ ৩৭ জন

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা বন্ধে উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। শর্তসাপেক্ষে অনলাইন ব্যবসায়ীদের দেওয়া হয়েছে নিবন্ধন সনদ। প্রথম ধাপে সাত উদ্যোক্তা অনলাইনে ইলিশ বিক্রির অনুমতি পেয়েছেন। শর্ত পূরণ না করায় বাদ পড়েছেন ৩৭ জন। গত ইলিশ মৌসুমের শুরুতে অনলাইন নিবন্ধন দিতে আবেদন গ্রহণ করে জেলা প্রশাসন।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার ৮ শর্তে অনলাইন ইলিশ ব্যবসায়ীর হাতে নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলগুলো হলো- ইলিশ ভাইয়া, মাছ পল্লী, টেকিং শপ, তাজা ইলিশ ডটকম, ইলিশ রানী, রূপালী বাজার এবং সজিব ইলিশের বাজার চাঁদপুর। এই ব্যবসায়ীদের সবার বাড়ি চাঁদপুরে।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও একাধিক ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের ছবি-ভিডিও ব্যবহার করে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক প্রতারক চক্র। গত কয়েক বছরে এসব চক্রের দৌরাত্ম বেড়েছে। কম দামে চাঁদপুরের ইলিশ ক্রেতার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিং চ্যানেলে অগ্রিম টাকা নেয় প্রতারকরা। টাকা হাতে পেয়েই লাপাত্তা হয়ে যায় তারা। দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের পাশাপাশি বহু প্রবাসী গ্রাহকও এভাবে প্রতারিত হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখে তারা অর্ডার করেন। পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা অগ্রিম দিতে হয়। টাকা পাঠানোর পর ইলিশ না পেয়ে যোগাযোগের নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

প্রতারকদের কেউ চাঁদপুরের বাসিন্দা নয় বলে দাবি স্থানীয় পুলিশের। তারা জানান, কিছু অভিযোগ ট্র্যাক করে দেখা গেছে প্রতারকদের সবার ঠিকানা চাঁদপুরের বাইরে। অধিকাংশেরই বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান কিছুই চাঁদপুরে নেই। তারা নিবন্ধিত ব্যবসায়ী বা উদ্যোক্তাও নয়। গত ৭-৮ মাসে কমপক্ষে পাঁচ শতাধিক ক্রেতা প্রতারণার শিকার হয়েছেন বলেও জানায় পুলিশ।

শর্ত প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধন পেতে হলে তাকে অবশ্যই চাঁদপুর জেলার বাসিন্দা হতে হবে। প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা থাকতে হবে। উদ্যোক্তার নির্দিষ্ট একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে। ছবিতে চাঁদপুরের ইলিশের ছবি দেখালে অবশ্যই স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশই বিক্রেতাকে দিতে হবে। হাতিয়া, রামগতি, ভোলা, চট্টগ্রামের ইলিশ চাঁদপুরের ইলিশ বলে ছবি প্রদর্শন বা বিক্রি করা যাবে না।

সনদের বিষয়ে তিনি বলেন, সনদপত্র পাওয়া কেউ যদি প্রতারণা করে, অভিযোগ পেলে তার সনদ বাতিল করা হবে। নতুন কেউ শর্তগুলো পূরণ করলে; তাদেরও নিবন্ধন দেওয়া হবে। -সমকাল অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কেই বন্ধ হবে

টেকভিশন২৪ ডেস্ক: আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যক্রমে আসছে...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

সর্বশেষ

স্মার্টফোনে তরুণদের হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরের শুরুতে বাংলাদেশের তরুণরা আবার ফিরছে...

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি...

ফিউচারনেশন কর্মসূচিতে যুক্ত হলো ইউআইটিএস

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img