মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
24 C
Dhaka

লুনা শামসুদ্দোহা গার্লস ইন আইসিটি উইক ২০২২ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ২৩ এপ্রিল বিডি গার্লস কোডিং প্রকল্পের অভিজ্ঞতার আলোকে আইসিটি খাতে আরও মেয়েদের নিয়ে আসা বিষয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে একটি অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি আয়োজনকারী সকলকে ধন্যবাদ জানান। বিডি গার্লস কোডিং প্রকল্প ও কুমিল্লা ডিসির রোবটিক্স ও প্রোগ্রামিং শেখানোর উদ্যোগককে অনুসরণ করে সারা দেশে প্রোগ্রামিং শেখানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সুযোগ পেলে নারীরা অসাধ্য সাধন করতে পারেন। পারিবারিক সংকটকে দূর করে সামাজিক আন্দোলনের মাধ্যমে আইসিটি খাতে নারীদের নিয়ে আসা আমাদের লক্ষ্য। শৈশব-কৈশর থেকে মেয়েদের প্রোগ্রামিংয়ে যুক্ত করলে ভালো ফল পাওয়া যাবে। তাই সরকারি-বেসরকারি উভয় খাতই পাশাপাশি এর জন্য কাজ করতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৩ সাল থেকে পাইলট আকারে এই কার্যক্রম শুরু হবে। 

- Advertisement -
মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, সকল পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাতে পারলে আইসিটি সেক্টরে কর্মীর অভাব থাকবে না। মেয়েরা আইটি সেক্টরে কাজ করতে আস্তে পারে না এর পেছনে একটা বড় বাঁধা হলো কর্মক্ষেত্রে সন্তান দেখাশোনা করার জন্য ডে কেয়ার ব্যবস্থা না থাকা। এই বাঁধা দূর করার আহবান জানান তিনি। এছাড়া তিনি নতুন শিক্ষাব্যবস্থা সম্পর্কে আশা প্রকাশ করেন। তিনি জানান, ৬৪টি স্কুলে পরীক্ষা কমিয়ে শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে পাইলট প্রকল্প পরিচালনা করা হচ্ছে। যার ফলাফল আশা করা যায় চার-পাঁচ বছর পরে পাওয়া যাবে।   

জাফর ইকবাল
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এই আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সারা দেশের যে শিক্ষার্থীদের জন্য আমরা রোবটিক্স ও প্রোগ্রামিং শেখানোর জন্য যাই, তাদের মধ্যে প্রচুর আগ্রহ দেখতে পাই। আমরা আয়োজকরা যদি আগ্রহী হয়ে তাদেরকে শেখার সুযোগ করে দিতে পারি, তাহলে কাজগুলো খুব ভালোভাবে এগিয়ে যাবে। 

কুমিল্লা জেলা প্রসাশনের এডিসি (আইসিটি) নাজমা আশরাফি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠিত রোবটিক্স ল্যাব (ফ্যাবল্যাব) থেকে এই আয়োজনে যোগ দেন। কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া প্রোগ্রামিং ও রোবটিক্স বিষয়ের প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানান তিনি। ফ্যাবল্যাব শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহের কথা তুলে ধরেন। এসময় কুমিল্লার একজন শিক্ষার্থী তার প্রোগ্রামিং শেখার অভিজ্ঞতা তুলে ধরে।  

উপস্থিত ছিলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিশষ্ট শিক্ষানুরাগী ড. জাহিদ হাসান। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিং, রোবটিক্সসহ শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে কাজ করেন। গত চার বছরে বিডিওএসএন-এর সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও এর ফলে ভাঙ্গুড়ার মেয়েদের সাফল্য তুলে ধরেন। 

বিডিওএসএন
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের(বিডিওএসএন)

উইমেন ইন ডিজিটাল একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ। এর উদ্যোক্তা আছিয়া নীলা সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু মেয়ে প্রোগ্রামার নিয়ে আমার প্রতিষ্ঠান পরিচালনা করি। তবে কোভিডের পরে নারী প্রোগ্রামারের অভাব দেখতে পাচ্ছি। অবস্থা এমন হয়েছে, কাজগুলো সময়মতো শেষ করা কঠিন হয়ে পড়ছে। শৈশব থেকেই ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত করলে আমাদের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের জন্যনারী-কর্মী পাওয়া যাবে।

এছাড়া ওব্যাট আইটি সেন্টারের প্রজেক্ট অফিসার মাহফুজ আলম উপস্থিত ছিলেন। তিনি তার সেন্টারে বিডিজিসির আয়োজনে পিছিয়ে পড়া মেয়েদের প্রোগ্রামিং শেখার অভিজ্ঞতা তুলে ধরেন।

সভাটি পরিচালনা করেন বিডিওএসএন- এর সাধারণ সম্পাদক মুনির হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস ২০২২ উদযাপিত হয় প্রতিবছর এপ্রিল মাসের তৃতীয় মঙ্গলবার। এবছর ২৫ এপ্রিল দিবসটি কেন্দ্র করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির সহযোগীতায় সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে উদযাপন করছে। আইসিটি খাতে বাংলাদেশী নারীদের অবদান উদযাপন করার জন্য আয়োজনগুলো করা হচ্ছে। যার শিরোনাম- লুনা শামসুদ্দোহা গার্লস ইন আইসিটি উইক ২০২২। ২২ এপ্রিল থেকে আয়োজনগুলো শুরু হয়েছে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।             

বাংলাদেশের একজন নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহার (৪ অক্টোবর ১৯৫৩ – ১৭ ফেব্রুয়ারি ২০২১) নামে এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। যিনি আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করেছেন। তিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান হিসেবে প্রথম নারী। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর অবদানের সম্মানে, এই সপ্তাহটির নাম তাঁর নামে দেওয়া হয়েছে।

এই সপ্তাহে একটি দুইদিনব্যাপী প্রোগ্রামিং ক্যাম্প, একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা, একটি জব এক্সপোজার ভিজিট ও সপ্তাহব্যাপী আইসিটি খাতে সফল নারীদের কথা ফিচার করা হচ্ছে। আয়োজনের মিডিয়া পার্টনার টেকশহর।

আয়োজনের তালিকা দেখুন: https://bdosn.org/programs/girls-in-ict-2022

এই সপ্তাহের জনপ্রিয়

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কম্পিউটার হার্ডওয়্যার খাতের পণ্য পুড়ে ক্ষতি ৩৫ কোটি: বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের...

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

১৬ ডিসেম্বর অবৈধ মোবাইল বন্ধে চালু হচ্ছে এনইআইআর: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (ন্যাশনাল...

সর্বশেষ

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

প্রবাসীদের উদ্যোগে সেমিকন্ডাক্টর গবেষণায় নতুন দিগন্ত: ক্রেস্টের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সেমিকন্ডাক্টর গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত...

খুলনায় উপকূলের মেয়েদের জন্য দুইদিনব্যাপী স্টেম ক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: উপকূলীয় অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img