বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
28 C
Dhaka

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপনে করেছে বাক্কোর আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: “আন্তর্জাতিক নারী দিবস ২০২৩” উপলক্ষ্যে বিপিও শিল্পে নারীর অবদানকে উদযাপন করতে গত মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ তারিখে রাজধানীর বনানীস্থ এক কনফারেন্স হলে “সেলেব্রেটিং উইম্যানস কন্ট্রিবিউশান টু বিপিও” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’।

- Advertisement -

ঐতিহাসিক ৭ই মার্চের চেতনায় বলীয়ান হবার আহ্বান জানিয়ে জাতীয়সঙ্গীতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাক্কোর ‘ইয়ুথ অ্যান্ড উইম্যান এমপাওয়ারমেন্ট সাবকমিটি’-এর চেয়ারম্যান সায়মা শওকত।

অনুষ্ঠানটির কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের নন্দিত প্রফেসর ড. লাফিফা জামাল। মনোমুগ্ধকর বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গণিত, ইঞ্জিনিয়ারিং-এরকম শক্ত শক্ত বিষয়গুলো মেয়েদের আয়ত্তের বাইরে বলেই ধরে নিই আমরা। তাদেরকে তাই এধরণের বিষয়গুলো নিয়ে পড়তে কিংবা ক্যারিয়ার গড়তে নিরুৎসাহিত করি। বিজ্ঞানী বলতেও সবসময় মনের ভেতর একটা পুরুষ মানুষের ছবিই ভেসে ওঠে আমাদের। সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবার আগে।”

“তথ্যপ্রযুক্তিক্ষেত্রে নারীর অগ্রযাত্রা” শীর্ষক অনুষ্ঠানের প্যানেল ডিসকাশন পর্বে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশান অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি শমী কায়সার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলাপমেন্ট সোসাইটির সভাপতি ডা. তানজিবা রহমান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার, বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশান সার্ভিসেস (বেসিস)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশা, উইম্যান অ্যান্ড ডিজিটালের প্রতিষ্ঠাত্রী ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা আছিয়া নীলা, এমরাজিনা টেকনোলজিসের প্রতিষ্ঠাত্রী ও কর্ণধার এমরাজিনা ইসলাম এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জারা মাহবুব। বাংলাদেশ উইম্যান অ্যান্ড টেকনোলজির সভাপতি রেজওয়ানা খান মডারেটর হিসেবে প্যানেল ডিসকাশনটি পরিচালনা করেন।

আলোচনায় তথ্যপ্রযুক্তিক্ষেত্রে নারীদের অগ্রগতি, সাফল্যের গল্প, কর্মপরিবেশ, বিভিন্ন প্রতিবন্ধকতা হতে উত্তরণের উপায়- এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এবং উপস্থিত দর্শকশ্রোতাদের অংশগ্রহণের জন্য প্রশ্নোত্তর পর্বও রাখা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তিক্ষেত্রের মেধাবী নারীদের দেখে আমি অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। অনেকের সংগ্রাম, লড়াইয়ের গল্পের সঙ্গেই আমি একাত্মবোধ করেছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অংশগ্রহণ অধিকতর বৃদ্ধি করতে হবে অবিলম্বে।”

অনুষ্ঠানে বিপিও শিল্পে সদ্য যোগদান করা আট নতুন সদস্যকর্মীকে “ওয়েলকাম সার্টিফিকেট” প্রদানের মাধ্যমে স্বাগত জানায় বাক্কো। এছাড়াও বিপিও শিল্পে দীর্ঘকাল ধরে “লং-টেনিউরড পার্সোনেল” হিসেবে কর্মরতা পাঁচ নারীকে “সার্টিফিকেট অফ এক্সিলেন্স” প্রদানের মাধ্যমে বিপিও শিল্পের উন্নয়নে তাঁদের অনবদ্য অবদানকে সম্মান জানায় বাক্কো। প্রধান অতিথির হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সবাই।

এছাড়াও বিপিও শিল্পে সফল ক্যারিয়ার গড়ে তোলা বিভিন্ন নারীদের সাফল্যের গল্প ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে প্রচারিত হয়। আরও প্রচারিত হয় পাঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনের পাঠানো একটি ভিডিওবার্তা।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তানজিরুল বাসার, অর্থ সম্পাদক জনাব মোঃ আমিনুল হক, পরিচালক জনাব ফজলুল হক, পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, পরিচালক মুসনাদ ই আহমেদ এবং প্রধান সমন্বয়ক মোঃ মাহতাবুল হক।

অনুষ্ঠানটির স্পন্সরশিপে ছিল ডিজিকন টেকনোলজিস লিমিটেড, ইমপ্রিন্ট ঢাকা লিমিটেড এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রধান অতিথি সম্মানিত সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর হাত থেকে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন।

উপস্থিত প্রত্যেককে নারী দিবসের বিশেষ উপহার প্রদান ও বর্ণাঢ্য ফটোসেশান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সপ্তাহের জনপ্রিয়

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো...

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য...

সর্বশেষ

১৬ ডিসেম্বর অবৈধ মোবাইল বন্ধে চালু হচ্ছে এনইআইআর: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (ন্যাশনাল...

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কম্পিউটার হার্ডওয়্যার খাতের পণ্য পুড়ে ক্ষতি ৩৫ কোটি: বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের...

উইকিপিডিয়ার বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ইলন...

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img