অপো ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ সহ এফ১৭ প্রো স্মার্টফোন

0
119

টিভি২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর এফ সিরিজের প্রতিটি ফোনই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় এ সিরিজের সর্বশেষ সংযোজন – এফ১৭ প্রো বাজারে নিয়ে আসছে কোম্পানিটি। তরুণ প্রজন্মের বিনোদন কিংবা সৃজনশীল কাজের উদ্দেশ্যে বেশিরভাগ সময়ই স্মার্টফোনের ওপর নির্ভর করে, ফলে ফোন দ্রুত চার্জ হারায়। তাদের স্মার্টফোন উপভোগ করার সুযোগ বাড়াতে অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যার মাধ্যমে এক ঘন্টার মধ্যেই এ ফোন সম্পূর্ণভাবে চার্জ করা যাবে।

ফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি শক্তিশালী প্রোসেসর, হাই-ডেফিনেশন ক্রিস্টাল ক্লিয়ার বিশাল ডিসপ্লে ব্যবহারে সার্বক্ষণিক ব্যাটারি ব্যবহার হয়। ২০১৪ সাল থেকে ভোক ফ্ল্যাশ চার্জিং নিয়ে কাজ করছে অপো এবং এ প্রযুক্তির ক্রমাগত উন্নতি সাধনের ফলে এখনকার স্মার্টফোন ব্যবহারকারীরা এর থেকে উপকৃত হচ্ছেন।

ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে এফ১৭ প্রো’তে পাওয়া যাবে ৪ ঘন্টা টক টাইম, অথবা ১.৭ ঘন্টা ইউটিউব দেখা যাবে, কিংবা পাবজিতে একটি গেমের প্লেটাইম, অথবা ১.৯ ঘন্টা ইনস্টাগ্রাম ব্রাউজিংয়ের সুবিধা। অপো এফ১৭ প্রো অতিসম্প্রতি বাংলাদেশে অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here