স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড সেবা ‘স্যামসাং ক্লাউড’ ব্যবহার করা হবে। এক্স-এ ফাঁস হওয়া ওয়ান ইউআই ৮.৫ এর একটি স্ক্রিনশট অনুযায়ী, ২০২৬ সালের ১১ এপ্রিল থেকে স্যামসাং গ্যালারি অ্যাপে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা বন্ধ হয়ে যাবে।
নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা স্যামসাং ক্লাউডের মাধ্যমে ছবি, ভিডিও, মেমো, নোট, স্ক্র্যাপবুক, ভয়েস রেকর্ডিং, মিউজিক ও ডকুমেন্ট ফাইল ব্যাকআপ ও পুনরুদ্ধার করতে পারবেন।
স্যামসাং ক্লাউড প্রতিটি স্যামসাং অ্যাকাউন্টে ১৫ জিবি পর্যন্ত বিনামূল্যের স্টোরেজ দিচ্ছে, যা গুগল ড্রাইভের মতোই কাজ করবে। এছাড়া প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনট্যাক্টস ও ক্যালেন্ডারের মতো মৌলিক অ্যাপের জন্য সীমাহীন স্টোরেজ সুবিধা দেওয়া হবে।
স্যামসাংয়ের এই সিদ্ধান্তের ফলে তাদের নিজস্ব ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে বলে প্রযুক্তি বিশ্লেষকদের মত।
সূত্র : জিএসএম এরিনা