বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ
25 C
Dhaka

আইএসপিএবি নির্বাচনে আইএসপি ইউনাইটেডের জয়জয়কার

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল সাধারণ সদস্য ক্যাটাগরিতে বড় জয় পেয়েছে। ৯টি পরিচালক পদের মধ্যে এই প্যানেল থেকে ৮ জন জয়ী হয়েছেন।

- Advertisement -

জয়ীদের মধ্যে রয়েছেন—

    নাজমুল করিম ভূঁঞা, ব্যবস্থাপনা পরিচালক, কেএস নেটওয়ার্ক লিমিটেড (২০১ ভোট)

    মোহাম্মদ আমিনুল হাকিম, সিইও, আম্বার আইটি লিমিটেড (১৯০ ভোট)

    মো. মিঠু হাওলাদার, সিটিও, ইনভেনশন টেকনোলজিস লিমিটেড (১৮৫ ভোট)

    মঈন উদ্দিন আহমেদ, সিইও, রেড ডাটা (প্রা:) লিমিটেড (১৮০ ভোট)

    নয়ামুল হক খান, চেয়ারম্যান, মাজেদা নেটওয়ার্কস লিমিটেড (১৭৯ ভোট)

    রাশেদুর রহমান রাজন, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড (১৭৭ ভোট)

    সাইফুল ইসলাম সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক, আইসিসি কমিউনিকেশন লিমিটেড (১৬৪ ভোট)

    মাহবুব আলম (রাজু), সিইও, সার্কেল নেটওয়ার্ক (১৬০ ভোট)

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন সাব্বির আহমেদ, যিনি ১৫৫ ভোট পান।

শনিবার, ১৭ মে রাজধানীর শাহবাগের মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও অল্প বিলম্বে তা শুরু হয় এবং চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর বিকাল সাড়ে ৫টা থেকে ফল গণনা শুরু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, সাধারণ সদস্য ক্যাটাগরিতে মোট ২৬২টি ভোটের মধ্যে ২২৯টি ভোট পড়ে, অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল ৮৭ শতাংশ। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়। সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৬৬২টি ভোটের মধ্যে ৫৫৭টি ভোট পড়ে, যা ৮৪ শতাংশ। মোট গড় ভোটার উপস্থিতি ছিল ৮৫ শতাংশ।

এবারের নির্বাচনে ১৩টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪ জন প্রার্থী। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন।

নির্বাচনের দায়িত্বে ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলী, সদস্য হিসেবে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও এডভোকেট রাকিব হোসেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. একে এম শামছুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল (অব.) আহম্মদ দানিয়া ইসলাম ও এডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ও সহযোগী সদস্য ক্যাটাগরি মিলিয়ে মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর আগামী ১৯ মে এই ১৩ জনের মধ্য থেকেই কার্যনির্বাহী কমিটির পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো...

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কম্পিউটার হার্ডওয়্যার খাতের পণ্য পুড়ে ক্ষতি ৩৫ কোটি: বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের...

সর্বশেষ

১৬ ডিসেম্বর অবৈধ মোবাইল বন্ধে চালু হচ্ছে এনইআইআর: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (ন্যাশনাল...

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কম্পিউটার হার্ডওয়্যার খাতের পণ্য পুড়ে ক্ষতি ৩৫ কোটি: বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের...

উইকিপিডিয়ার বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ইলন...

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img