বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka

উইকিপিডিয়ার বিকল্প ‘গ্রোকিপিডিয়া’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে চালু করেছেন তার নতুন তথ্য ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্রোকিপিডিয়া’।

- Advertisement -

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সেপ্টেম্বরে মাস্ক ঘোষণা দিয়েছিলেন উইকিপিডিয়ার চেয়েও উন্নত একটি জ্ঞানভাণ্ডার তৈরির কাজ চলছে। তখন এক্স সাবেক টুইটার এ এক পোস্টে তিনি লিখেছিলেন, মহাবিশ্বকে বোঝার পথে এটি এক্স-আই-এর একটি অপরিহার্য পদক্ষেপ।

চালুর সময় গ্রোকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার ২৭৯টি। তবে অনেক ব্যবহারকারী প্রথম দিনেই প্রবেশে ত্রুটির সম্মুখীন হন। সাইটটির নকশা উইকিপিডিয়ার মতো হলেও এর পটভূমি কালো এবং ফন্টে আধুনিক চ্যাটজিপিটি ইন্টারফেসের ছোঁয়া রয়েছে।

ধারণা করা হচ্ছে এটি এখনো প্রাথমিক সংস্করণে রয়েছে। কারণ এই প্লাটফর্মের তুলনায় উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে রয়েছে ৭০ লাখেরও বেশি নিবন্ধ। ইলন মাস্কের এই প্রকল্পকে অনেকেই মূলধারার অনলাইন প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে তার আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

কয়েক বছর আগে মাস্ক উইকিপিডিয়ার প্রশংসা করলেও পরবর্তীতে একে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন। তিনি এক পর্যায়ে অনুসারীদের আহ্বান জানান, উইকিপিডিয়াকে অর্থায়ন বন্ধ রাখুন যতক্ষণ না তারা নিরপেক্ষতা ফিরিয়ে আনে।

এমনকি ২০১৯ সালে নিজের উইকিপিডিয়া পৃষ্ঠা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাস্ক লিখেছিলেন, এটি যেন এক যুদ্ধক্ষেত্র। ২০২২ সালে তিনি আরও সরাসরি বলেন, উইকিপিডিয়া এখন স্পষ্টভাবে বামপন্থী পক্ষপাতদুষ্ট।উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও মাস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই অনলাইন বাকবিতণ্ডা চলছে।

২০২৩ সালে তুরস্কের নির্বাচনের সময় এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট সীমিত করার ঘটনায় ওয়েলস মাস্ককে মতপ্রকাশের স্বাধীনতার শত্রু বলে সমালোচনা করেন।  উত্তরে মাস্ক রসিকতা করে লিখেছিলেন, উইকিপিডিয়া যদি তাদের নাম ডিকিপিডিয়া রাখে, তাহলে আমি এক বিলিয়ন ডলার দান করব।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওয়েলস বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখনো নির্ভুল তথ্য প্রদানের মতো পর্যায়ে পৌঁছেনি, এবং গ্রোকিপিডিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

চালুর পরপরই গ্রোকিপিডিয়ার কিছু নিবন্ধে ভুল তথ্য পাওয়া গেছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। যেমন একটি নিবন্ধে ভুলভাবে দাবি করা হয়েছে যে বিবেক রামস্বামী একটি ডিজিটাল মুদ্রা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।

তবে মাস্ক বলেন, এই ভুলগুলো দ্রুত সংশোধন করা হচ্ছে। শিগগিরই গ্রোকিপিডিয়া মানব জ্ঞানের সমগ্র ভাণ্ডারকে নতুনভাবে সাজাবে—ভুল শুধরে ও অনুপস্থিত তথ্য যোগ করে।

এই সপ্তাহের জনপ্রিয়

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো...

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য...

সর্বশেষ

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য...

নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন ‘জিডিএল জি–৯’...

নাগরিক করসেবায় ডিজিটাল উদ্ভাবনের অনন্য স্বাক্ষর সিনেসিস আইটির ‘ই-রিটার্ন’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল যাত্রায় আরেকটি সাফল্য যুক্ত হলো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img