টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ স্বীকৃতি অর্জন করেছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী যান্ত্রিক প্রকৌশল বিষয়ে তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন।
বিশ্বের ৩৩ হাজারের বেশি বিজ্ঞানীর মধ্যে এই অবস্থান তাঁকে বৈশ্বিক গবেষণায় অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালেও তিনি একই বৈশ্বিক অবস্থান ধরে রেখেছিলেন, যা তাঁর গবেষণার ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ।
এডি সায়েন্টিফিক ইনডেক্স ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সূচকেও তাঁর প্রভাব সুস্পষ্ট। স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বে প্রথম স্থানে রয়েছেন। পাশাপাশি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার-এর যৌথ বিশ্লেষণে জ্বালানি গবেষণায় বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায়ও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।
গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় অধ্যাপক ড. সাইদুর রহমানের অবদান আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করছে।


