টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল তাদের বার্ষিক সেপ্টেম্বর ইভেন্টে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আইফোন এবং আরও কিছু চমকপ্রদ ডিভাইস। কুপার্টিনোতে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, এয়ারপডস প্রো ৩ এবং নতুন অ্যাপল ওয়াচ।
আইফোন ১৭ সিরিজে রয়েছে ৬.৩ ইঞ্চি প্রোমোশন ডিসপ্লে, সিরামিক শিল্ড ২ এবং এ১৯ চিপসেট। উন্নত প্রসেসরের ফলে ফোন হবে আরও দ্রুত এবং ব্যাটারি ব্যাকআপ বাড়বে আট ঘণ্টা পর্যন্ত। ক্যামেরায় যুক্ত হয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন লেন্স। এর দাম শুরু ৭৯৯ ডলার।
আইফোন এয়ার এসেছে অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন হিসেবে। মাত্র ৫.৬ মিমি পুরুত্বের ফোনটিতে রয়েছে এ১৯ প্রো চিপসেট, ৬.৫ ইঞ্চি উজ্জ্বল ডিসপ্লে এবং অল-ডে ব্যাটারি লাইফ। দাম ৯৯৯ ডলার থেকে।
আইফোন ১৭ প্রো সিরিজে যুক্ত হয়েছে নতুন অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, ভেপার চেম্বারভিত্তিক কুলিং সিস্টেম এবং উন্নত ক্যামেরা সেটআপ। ব্যাটারি ব্যাকআপে এটি হবে সবচেয়ে শক্তিশালী আইফোন। দাম শুরু ১,০৯৯ ডলার।
এয়ারপডস প্রো ৩ এসেছে হৃদস্পন্দন মাপা, উন্নত নয়েজ ক্যানসেলেশন এবং লাইভ ট্রান্সলেশন ফিচার নিয়ে। দাম ২৪৯ ডলার। এছাড়া সিরিজ ১১, আল্ট্রা ৩ ও এসই মডেলের নতুন অ্যাপল ওয়াচও ঘোষণা করা হয়েছে। সব ডিভাইস বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর।