সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
20.9 C
Dhaka

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

লায়নসগেট প্লে’র সাথে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি এর সকল ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিকালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে। সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে।

জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন থেকে শুরু করে জাব উই মেটের কালজয়ী রোমান্স, টফির লাইব্রেরিতে সব বয়সীদের উপযোগী কনটেন্ট রয়েছে। দর্শকরা এখন দ্য বিকিপারের মতো হলিউডের অনবদ্য মুভি থেকে শুরু করে টোকিও ভাইসের মতো প্রশংসিত সিরিজ; গোলমালের মতো বলিউডের হিট মুভি থেকে শুরু করে আজাব প্রেম কি গাজাব কাহানির মতো আনলিমিটেড ফান খুব সহজেই উপভোগ করতে পারবেন। একইসাথে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস সহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুবর্ণ সুযোগ পাবেন, যা তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় আমাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টফি এসমস্ত প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও সকল ব্যবহারকারীর জন্য সমৃদ্ধ এন্টারটেইনমেন্ট অপশন যুক্ত করার মাধ্যমে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করবো আমরা।”

এ বিষয়ে লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্ম সহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে আপনার দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারিত্ব। লায়নসগেট প্লে নিজেদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ; আর এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের কনটেন্ট উপভোগ করতে চান এমন বাংলাদেশি দর্শকদের জন্য মানসম্মত বিনোদন নিয়ে আসার ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের জন্য বিনোদনের জগত সমৃদ্ধ করছে টফি। স্ট্রিমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে লায়নসগেট প্লে’র আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্ট সাশ্রয়ী মূল্যে নিয়ে আসছে এই অ্যাপ।

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

সর্বশেষ

নর্থ সাউথে চলছে ‘টেক ফেস্ট’, সহযোগিতায় গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে...

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img