মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
16 C
Dhaka

স্টার্টআপ বাংলাদেশ উদ্ভাবন ও স্টার্টআপ খাত শক্তিশালী করতে রোডম্যাপ প্রকাশ করেছে

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আজ একটি উচ্চপর্যায়ের অংশীজন সভার আয়োজন করে, যেখানে “স্টার্টআপ ইকোসিস্টেম এনাবলার্স রিপোর্ট ও রোডম্যাপ” উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনটি তৈরি করেছে আইসিটি বিভাগের আওতাধীন ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। সভাটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী, ndc। এতে স্টার্টআপ ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেন এবং বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা উন্মোচনে করণীয় কৌশল নিয়ে আলোচনা করেন।

- Advertisement -

আইসিটি বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সক্রিয় ও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। আলোচনার কেন্দ্রে ছিল প্রতিবেদনে চিহ্নিত সাতটি মূল এনাবলার: অ্যাক্সিলারেটর/ইনকিউবেটর, চ্যালেঞ্জ ফান্ড, স্থানীয় এলপি সম্পৃক্ততা, ফান্ড ম্যানেজার প্রশিক্ষণ, ন্যাশন ব্র্যান্ডিং, নীতিনির্ধারণী সহায়তা এবং স্টার্টআপ সামিট।

প্রতিবেদনটি আশাব্যঞ্জক প্রাথমিক অগ্রগতির কথা তুলে ধরলেও, ইকোসিস্টেমে বিদ্যমান ফাঁকফোকর এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার তাগিদও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রোডম্যাপটি একটি বিস্তৃত কর্মপরিকল্পনা উপস্থাপন করে যা বাংলাদেশের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক ভালো দৃষ্টান্ত অনুসরণ করে। এর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্টার্টআপ বাংলাদেশ ও আইসিটি বিভাগ।

অনুষ্ঠানে শীষ হায়দার চৌধুরী, ndc বলেন: “এই রোডম্যাপ কেবল একটি কৌশলগত দলিল নয়—এটি আমাদের প্রতিশ্রুতি, একটি শক্তিশালী, স্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার। সরকার, বিনিয়োগকারী, এনাবলার, একাডেমিয়া, কর্পোরেট এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টাই আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।”

বাংলাদেশের স্টার্টআপ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে, নবপ্রকাশিত এই রোডম্যাপে গুরুত্ব দেওয়া হয়েছে দুইটি বিষয়ে: স্টার্টআপের সংখ্যা বাড়ানো এবং তাদের স্কেল আপ ও সাফল্যের সক্ষমতা বৃদ্ধি। বৈশ্বিক সেরা অভিজ্ঞতা থেকে শেখা এই কৌশলটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাতটি এনাবলার যা একটি গতিশীল, উদ্ভাবন-সহায়ক পরিবেশ গড়ে তুলবে এবং বাংলাদেশকে একটি উদীয়মান আন্তর্জাতিক স্টার্টআপ হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

আজকের অংশীজন পর্যালোচনার ভিত্তিতে, স্টার্টআপ বাংলাদেশ আগামী পর্যায়ের জন্য আর্থিক ও কারিগরি পরিকল্পনার সাথে মিল রেখে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

সর্বশেষ

বিশ্বসেরার কাতারে ফের বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান...

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img