টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল বেনাপোল স্থলবন্দরে ছুঁড়ে ফেললেন সেলফি তুলতে চাওয়া ভক্তের ফোন। স্থলপথে একদিনের সফরে সাকিব গেছেন ভারতে। করোনাকালে দেশের স্বাস্থ্যবিধির কিছুই মানছেন না তিনি।
বেনাপোলে সাকিবকে দেখে সহবৎ ভুলে গেলেন এক ভক্ত, অনুমতি না নিয়েই গেলেন সেলফি তুলতে। ভক্ত না হয় ভুল করেছেন কিন্তু বিশ্বসেরা সাকিবের এ কেমন শিষ্টাচার। ছুঁড়ে ফেললেন ভক্তের মোবাইল ফোন।
২৯শে অক্টোবর শেষ হয় সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। দেশে ফেরার পর থেকেই একের পর এক অংশ নিচ্ছেন বাণিজ্যিক প্রচারণা। এদেশের করোনাকাল থোরায় কেয়ার করছেন সাকিব।
ঢাকায় ফেরার ১২ ঘণ্টার মধ্যেই বিশাল জনসমাগমের উদ্বোধন করেন চেইন শপের। মহামারির সময়ে কোভিড সতর্কতাকে পাত্তা না দেয়ায় সমালোচিত হন সাকিব। আর এবার মেজাজ হারালেন বেনাপোলে ভক্তের সেলফির আবদারে। ছবি ও তথ্যসূত্র : ডিবিসি