টেকভিশন২৪ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ নিয়ে বাংলাদেশে চলছে ব্যাপক মাতামাতি। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’ পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নিবন্ধন পাওয়ার পর বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। সম্প্রতি তারা বিটিআরসিতে নিবন্ধনের জন্য আবেদনও করেছে। তাদের সেবা পুরোদমে চালু হলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি বদলে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে সেজন্য স্টারলিংককে আগে পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স। একই সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করতে হবে অবকাঠামো। এ কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রাউন্ড স্টেশন স্থাপন। এ কাজে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে যুক্ত হচ্ছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রাউন্ড স্টেশন স্থাপনের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চলছে স্টারলিংকের আলোচনা। তবে এ আলোচনার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করছে প্রতিষ্ঠানটি। এমনকি আলোচনার আগে গোপনীয়তা বজায় রাখার শর্তে চুক্তিও করছে তারা। তাই এ নিয়ে দায়িত্বশীল কারও বক্তব্যও পাওয়া যাচ্ছে না। তবে কালবেলার অনুসন্ধানে জানা গেছে, স্টারলিংকের সহযোগী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ‘ফাইব্যার অ্যাট হোম’। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকীও আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে আলাপকালে তিনি বলেন, ইন্টারনেট সেবা পরিচালনার জন্য স্টারলিংক আমাদের কিছু অবকাঠামো ব্যবহার করবে বলে শুনেছি। – সূত্র কালবেলা