টেকভিশন২৪ ডেস্ক: *ই-স্পোর্টস টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশি কম্পিউটিং গেইমের পথিকৃৎ রাহিব রেজাকে স্বরণ করলেন তরুনরা।ঁ
… আয়োজনে বুধবার ঢাকার এলিট কনভেনশন হলে গ্রান্ড ফিনালেতে কাউন্টার স্ট্রাইক ২ এবং ডোটা ২ নামে দুটি দল অংশ গ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আয়োজকরা জানান, ১৯ ফেব্রুয়ারি রাহিবের প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেটি শুধুমাত্র প্রতিযোগিতার বিষয় নয়, এটি একটি ইন্সপায়ারেশন যা তিনি অসংখ্য জীবনকে অনুপ্রেনিত করেছিলেন।
গত ৮ ফেব্রুয়ারী থেকে অনলাইন পর্বের মাধ্যমে ইভেন্টের শুরু হয়ে চূড়ান্ত পর্বে চারটি দল অংশ গ্রহণ করে। ইভেন্টের মোট প্রাইজপুল ১,৫০,০০০ টাকা।