ঘরে বসেই ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার টিকেট কেনা যাচ্ছে বিকাশে

0
115

টেকইকম ডেক্স: স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার সুযোগ চালু হয়েছে এ মাসের গোড়ার দিক থেকে। একই সঙ্গে স্টেশনে ভীড় এড়াতে বাংলাদেশ রেলওয়ের সমস্ত টিকেট মিলছে কেবল অনলাইনেই। তাই এই সময়ে গ্রাহকরা কোন ঝুঁকি না নিয়ে ঘরে বসে বিকাশেই টিকেট কিনছেন ট্রেন সহ বাস, লঞ্চ ও বিমান যাত্রার।

টিকেট কিনতে বিকাশ অ্যাপের টিকেট অপশন নির্বাচন করতে হয়।

বাংলাদেশ রেলওয়ের টিকেট কিনতে ট্রেন টিকেট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ আসন সংখ্যা প্রভৃতি নির্বাচন করে টিকেট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা।

বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাস সেবা। বিকাশের টিকেট অপশন থেকে বিডিটিকেটস এর মাধ্যমে ৪৫ টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকেট কিনতে পারেন গ্রাহক।

লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকেটস এর মাধ্যমে টিকেট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীন রুটগুলোর বিমান টিকেট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটস এর মাধ্যমেই এসব টিকেট কিনতে পারছেন গ্রাহক।

জরুরী প্রয়োজনে যাদের এইসময়েও ভ্রমন করতে হচ্ছে তাদের জন্য বিকাশের এই সেবা স্বস্তি বয়ে এনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here