বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka

মালয়েশিয়ায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের রোডশো ১১-১৩ নভেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) আগামী ১১-১৩ নভেম্বর ২০২৫ তারিখে মালয়েশিয়ার পেনাং-এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক অনুষ্ঠান “BSIA Roadshow 2025” আয়োজন করতে যাচ্ছে। “Introducing Bangladesh as Silicon River” শীর্ষক এ রোডশোতে বাংলাদেশে উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে মালয়েশিয়ার উন্নত সেমিকন্ডাক্টর শিল্প ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করা হবে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ডিজাইন, ইনোভেশন এবং ট্যালেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

- Advertisement -

BEAR Summit চলাকালীন অনুষ্ঠিত National Semiconductor Symposium 2025 এর সাফল্যের ধারাবাহিকতায়, এই রোডশো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার প্রথম পদক্ষেপ।

মালয়েশিয়াকে এই বৈশ্বিক সম্পৃক্ততার প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এটি এশিয়ার অন্যতম পরিপক্ব সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং হাব, যেখানে ASE, Infineon, Silterra-র মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার সফল সেমিকন্ডাক্টর যাত্রা থেকে শেখার পাশাপাশি ডিজাইন ট্যালেন্ট, ব্যয় প্রতিযোগিতা ও উদ্ভাবন প্রস্ততি – এই তিন মূল শক্তি তুলে ধরতে বাংলাদেশ আগ্রহী।

রোডশোতে অংশগ্রহণকারী BSIA-র ডেলিগেশনে রয়েছে বাংলাদেশের শীর্ষ সেমিকন্ডাক্টর ডিজাইন ও টেস্টিং প্রতিষ্ঠানসমূহ। এর মধ্যে রয়েছে ULAKSEMI ও Neural Semiconductor (অ্যানালগ, RF এবং ফোটোনিক্স ডিজাইন), Prime Silicon (অ্যাডভান্সড ডিজিটাল ইমপ্লিমেন্টেশন এবং ফাউন্ড্রি-রেডি সল্যুশন), Siliconova Limited (AI-চালিত ডিজাইন অটোমেশন এবং OSAT সহযোগিতা), iTest Bangladesh (সেমিকন্ডাক্টর টেস্টিং ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন), এবং Cactus Materials (SiC পাওয়ার ডিভাইস ও III-V ফোটোনিক্স উদ্ভাবনে পথিকৃৎ)। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর সেক্টরে উদীয়মান সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে পেনাং রাজ্যের উপ-প্রধানমন্ত্রী (II) YB En. Jagdeep Singh Deo এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মানজুরুল করিম খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, MIDA, MSIA, Invest Penang, Deloitte, YBS, Rapid Manufacturing, MMS, Aemulus Corporation, TF-AMD, Inari, Infinecs, SkyeChip, Universalink, Oppstar, Symmid, Enovix এবং USM (CEDEC) এর উচ্চপর্যায়ের কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সম্পর্কে BSIA সভাপতি মোঃ এ জাব্বার বলেন,“সিলিকন রিভার উদ্যোগ শুধু সেমিকন্ডাক্টর নয়- এটি বৈশ্বিক উদ্ভাবনে বাংলাদেশকে আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার যাত্রা। এই রোডশোর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজাইন সক্ষমতাকে মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং দক্ষতার সাথে যুক্ত করে আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার খুলতে চাই।”

রোডশোর মাধ্যমে যৌথ ডিজাইন ও OSAT প্রকল্পে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ও বিজসনস-টু-গভর্নমেন্ট (বিটুজি) সহযোগিতা সৃষ্টি, বাংলাদেশ-মালয়েশিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতা ট্র্যাক চালু, এবং ট্রেনিং ও IP শেয়ারিং ফ্রেমওয়ার্ক এর উন্নয়ন হবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক Center of Excellence এবং ইন্ডাস্ট্রি বাস্তব অভিজ্ঞতা সমপন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরি করাও সম্ভব হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদী।

পার্ডু ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুস্তাফা হুসেইন বলেন: “BSIA Roadshow 2025 বাংলাদেশের সেমিকন্ডাক্টর যাত্রার একটি মাইলফলক। এটি অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং বৈশ্বিক ডায়াস্পোরাকে সংযুক্ত করে সিলিকন রিভার ভিশনকে আরও শক্তিশালী করে।”

রোডশো’র অন্যতম পরামর্শক ও সমন্বয়ক Credo Semiconductor-এর ড. শাতিল হক বলেন, দৃষ্টি যেখানে সুযোগের সাথে এবং প্রতিভা যেখানে প্রযুক্তির সাথে যুক্ত হয়- সেখানেই নতুন যুগের সূচনা। বাংলাদেশ সেই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, সিলিকন রিভারের উত্থানের মধ্য দিয়ে।”

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

১০ নভেম্বর রাত ৮টায় শুরু দারাজ ১১.১১ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ আরও...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

সর্বশেষ

বাজারে ইনফিনিক্স হট ৬০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু...

ওয়ালটন কেবলস এখন মালদ্বীপে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে...

‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

ইসি সচিব বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট...

ভিভোর ৮ বছর পূর্তিতে ৭০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img