টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক ধাপ এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র (ইইউভিটিআই)। বাংলাদেশের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমি, দেশের তরুণ প্রকৌশলীদের জন্য বিশ্বমানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনের পথ নিশ্চিত করার উদ্দেশ্যে এই নতুন উদ্যোগটি গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে বুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে বিশাল কর্মসংস্থান তৈরির সম্ভবনাকে প্রাধান্য দিয়ে এই প্রশিক্ষন কেন্দ্র স্থাপনার উদ্যোগ গ্রহন করেন। তিনি বলেন, “বর্তমানে উল্কাসেমিতে ৫৭০ এর অধিক কর্মচারী কাজ করছেন। যা কিনা, ২০২৬-২৭ সালের মধ্যে ১,০০০ এ পরিনত হওয়ার সম্ভবনা রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ৫,০০০ ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন এবং উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র এই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা রাখেন।” এই উদ্যোগটি দেশের ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশন এবং বৈশ্বিক ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে ।
প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা্র ব্যাপারে তিনি অবগত এবং এই শিল্পকে আরও সমৃদ্ধ্য করতে সরকার থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র এর প্রশিক্ষণ কাঠামো
ইন্ডাস্ট্রিয়াল চিপ ডিজাইন কাজের বাস্তব জ্ঞান প্রদানের উদ্দেশ্যে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র-এর প্রশিক্ষণ কাঠামো তৈরি করা হয়েছে।
প্রথম পর্যায়ে নিম্নলিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে:
• আইসি লেআউট ডিজাইন
• আইসি ফিজিক্যাল ডিজাইন
• সার্কিট ডিজাইন
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ইডিএ টুলে কাজ করার দক্ষতা আরও বৃদ্ধি পাবে। এই কেন্দ্রে শিক্ষকতা প্রদান করবেন উল্কাসেমির অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়ারবৃন্দ। অধিকতর জ্ঞান অর্জনের লক্ষে ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফার্মওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি-ভিত্তিক আরও বিষয় অন্তর্ভুক্ত করা হবে।


