টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাইক্রোসফট টিকটক কিনতে আগ্রহী। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “মাইক্রোসফট টিকটক কিনতে আলোচনা করছে বলে আমি বলব।” তবে তিনি অন্য কোন কোম্পানিগুলো টিকটক কিনতে আগ্রহী, তা উল্লেখ করেননি।
টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ার অভিযোগ রয়েছে। গত ১৮ জানুয়ারি টিকটক যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, কারণ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বিক্রি না হলে তা নিষিদ্ধ করার আইন পাস হয়েছে। ট্রাম্প প্রশাসন এই আইনের প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত করেছে, যাতে বিকল্প সমাধান খুঁজে বের করা যায়।
ট্রাম্প বলেন, “টিকটকে অনেক আগ্রহ রয়েছে এবং আমি বিডিং যুদ্ধ পছন্দ করি, কারণ এতে সেরা চুক্তি করা যায়।” তবে মাইক্রোসফট এবং টিকটক এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সির সময় টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তিনি টিকটক বাঁচানোর প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করেছিলেন, যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত তথ্য চুরি এবং জনমত প্রভাবিত করার আশঙ্কায়। গত মাসে সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞাকে সমর্থন করে, যা টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।