টিকটক নিষিদ্ধের আইন স্থগিতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের আইন আপাতত স্থগিত করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন টিকটককে তথ্য ফাঁস ও জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে নিষিদ্ধের উদ্যোগ নেয়া হলেও ট্রাম্প এ বিষয়ে রাজনৈতিক সমাধানের পক্ষে।

ট্রাম্পের সুপারিশ অনুযায়ী, ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্সকে টিকটকের মালিকানা স্থানান্তর করতে হবে, অন্যথায় এপ্রিলের ভোটাভুটিতে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি। যদিও নির্বাচনে তরুণদের ব্যাপক সমর্থনের প্রেক্ষিতে তিনি টিকটক নিয়ে দ্বিতীয়বার ভাবছেন।

বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের চটাতে চান না ট্রাম্প। তবে, বাইটড্যান্সের বিরুদ্ধে আনা জাতীয় নিরাপত্তার অভিযোগের বিষয়ে তার চূড়ান্ত পদক্ষেপ কী হবে, তা এখনও পরিষ্কার নয়। রিপাবলিকান প্রচার দলের দাবি, টিকটক ট্রাম্পের জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন