সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
30 C
Dhaka

ফোনটি পড়ে গেলে ভাঙবে না!

টেকভিশন২৪ ডেস্ক: ফোন নিয়ে ব্যবহারকারীর সবচেয়ে বেশি ভয় থাকে, হাত থেকে পড়ে যাওয়া নিয়ে। প্রিয় স্মার্টফোনটি হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাওয়ার ভয় থেকে মুক্তি দিবে শাওমি। তাদের দাবি, নতুন ফোন শাওমি রেডমি নোট ১৪ ফোনটি পড়ে গেলে ভাঙবে না। কারণ তাদের নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস।তাই আপনার শখ আর প্রয়োজন মিলে কেনা হয় স্মার্টফোনটি এখন থেকে ব্যবহার করতে পারবেন নিশ্চিতে! তাহলে ব্যবহারকারীর সাথে নিত্যসঙ্গী এ ডিভাইসটির মিথস্ক্রিয়া চলুক স্ক্রিনের মাধ্যমে। আঘাত পেলে স্ক্র্যাচ (দাগ) পড়ার পাশাপাশি ভেঙে যাওয়ারও ঝুঁকি মুক্ত থেকে দিনের পর দিন বলবে শাওমি রেডমি নোট ১৪ স্মার্টফোনটি।

সাধারণত বেশি দামের স্মার্টফোনগুলোয় কর্নিং গরিলা গ্লাসের হালনাগাদ এসব সংস্করণ ব্যবহার হয়ে থাকে। সামর্থের আওতায় থাকা মিডরেঞ্জের ফোনগুলো এ সুরক্ষার বাইরেই থেকে যেত। মিডরেঞ্জের এ ফোনেই পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা বলয়। দাম হাতের নাগালে, আবার হাত থেকে পড়ে গেলেও স্ক্র্যাচ বা ভেঙে যাওয়ার ভয় নেই এটির চমৎকার স্ক্রিনের।এছাড়া ধুলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। রোদ-বৃষ্টি যাই থাকুক নিশ্চিন্তে ব্যবহার করা যায় শাওমি রেডমি নোট ১৪।

বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমির এই ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোনে মিলবে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ছবি তোলা ও সম্পাদনায় মিলবে প্রফেশনাল অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এতে আছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। যা ছবি সম্পাদনাকে সহজ ও নিখুঁত করে দিয়েছে। ল্যান্ডস্কেপ তো বটেই অন্য সব ধরণের ছবিও দারুণ ভাবে ধরা যায় এই স্মার্টফোনে।

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয়ে দেবে বেশি দিন টিকে থাকার প্রতিশ্রুতি। মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও নিবিড় করবে এই দৃঢ় চিপসেট। শাওমি রেডমি নোট ১৪ স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট এর কারণে মিলেছে সুপার-স্মুথ স্ক্রলিং-এর অভিজ্ঞতা। ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় রোদেও ঝকঝকে থাকে শাওমি রেডমি নোট ১৪।

স্মার্টফোনটিতে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা ফুল চার্জ হতে সময় নিয়েছে মাত্র ৭৭ মিনিট। রেডমি নোট ১৪ ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যায়। এতে আছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা দিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। ওজনে হালকা ও স্লিম হওয়ায় ফোনটি দেখতে দারুণ স্টাইলিশ।

মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু- এই চার রঙে এসেছে শাওমি রেডমি নোট ১৪। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি এই দুই র‌্যাম অপশনেই মিলবে স্মার্টফোনটি। যার একটির দাম পড়বে ২৩ হাজার ৯৯৯ অন্যটির দাম ২৬ হাজার ৯৯৯।

এই সপ্তাহের জনপ্রিয়

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার...

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

ইকবাল আহমদ ফখরুল হাসান: বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট...

সর্বশেষ

ডিসলাইক বাটনের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টাগ্রাম একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে,...

অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন...

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা কিছু এআই ফোন

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক যাত্রার শুরু হয়...

প্রাইম ব্যাংকের সাথে বিকাশের পেরোল চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img