টেকভিশন২৪ ডেস্ক: পর্যটকদের জন্য আরও সুবিধাজনক এবং আধুনিক পেমেন্ট পদ্ধতি তৈরির লক্ষে থাইল্যান্ড ক্রিপ্টোকারেন্সি পেমেন্টের উপর পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পিচাই চুনহাভাজিরা জানিয়েছেন, নগদ অর্থের বিকল্প হিসেবে পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পদ্ধতি পরীক্ষা করা হবে। এই উদ্যোগের প্রথম ধাপ শুরু হবে জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেট থেকে।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড জানিয়েছে, দেশের রাজস্ব আয়ের বড় অংশ পর্যটন খাত থেকে আসে। পর্যটকদের জন্য সহজ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল অ্যাসেট হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৩ সালে ফুকেট শহরে ১১ মিলিয়নেরও বেশি পর্যটক আগমন ঘটে। এই শহরকে প্রথম পরীক্ষামূলক পেমেন্ট সিস্টেম চালুর জন্য বেছে নেওয়া হয়েছে। ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট ব্যবহার করতে ইচ্ছুক পর্যটকদের প্রথমে তাদের পরিচয় এবং প্রমাণপত্র থাইল্যান্ডের একটি নিবন্ধিত ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে যাচাই করতে হবে।
মন্ত্রী চুনহাভাজিরা বলেন, পরীক্ষাটি সফল হলে ভবিষ্যতে ক্রিপ্টো পেমেন্ট বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শরণার্থীরা থাইল্যান্ডে বিটকয়েন দিয়ে সম্পত্তি কিনতে পারবেন। তবে পরীক্ষার সময়কালে থাইল্যান্ড তার বিদ্যমান আর্থিক আইন পরিবর্তন করবে না।
২০২২ সালে থাইল্যান্ড পণ্য ও সেবার জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট নিষিদ্ধ করেছিল। তখন দেশটির কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সির সম্ভাব্য আর্থিক অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
তবে ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধির কারণে থাইল্যান্ড নতুন করে এই উদ্যোগে আগ্রহী হয়েছে। ট্রাম্প বিটকয়েন-কে যুক্তরাষ্ট্রের সংরক্ষিত সম্পদ করার প্রতিশ্রুতি দেওয়ার পর বিটকয়েনের মূল্য ইতিহাসে প্রথমবার ১০৮,০০০ ডলার স্পর্শ করে।
একটি গবেষণা অনুসারে, ২০২৪ সালের হিসাবে থাইল্যান্ডে ১৩.২ মিলিয়ন মানুষ ক্রিপ্টোকারেন্সির মালিক। এছাড়া, গত অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে ১,১৭,০০০ নতুন ক্রিপ্টো ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়েছে।
থাইল্যান্ডের এই পদক্ষেপ ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
সূত্র : গ্যাজেটস৩৬০