টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৪-এ ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ৭ ডিসেম্বর ব্রুনেই দারুসসালামে অনুষ্ঠিত হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্কার হিসেবে পরিচিত এই পুরস্কারটি অর্জন করা বাংলাদেশের জন্য এক বিশাল সম্মানের বিষয়। এবছর চ্যাম্পিয়নশিপ পুরস্কার জয়ী একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হলো সিনেসিস আইটি।
পুরস্কারটি সিনেসিস আইটির পক্ষ থেকে গ্রহণ করেন প্রতিষ্ঠানের চিফ বিজনেস অফিসার নুরুন নবী, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রধান মইনুল ইসলাম এবং হেড অফ মার্কেটিং জুনাইদ হোসেন শুরুক। প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপেই, মালদ্বীপসহ ২০টিরও বেশি দেশের প্রকল্পের সাথে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করেছে।
পুরস্কার প্রাপ্তির পর সিনেসিস আইটি তাদের দল, মূল্যবান ক্লায়েন্ট এবং সমস্ত স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই অসাধারণ অর্জন বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে দাবি করেছে কোম্পানিটি।