টেকভিশন২৪ ডেস্ক: কম্পিউটার প্রসেসরের জগতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে অ্যান্ড্রয়েড সমর্থিত চিপ আনছে কোয়ালকম। কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স সিরিজ চিপে এই সমর্থন থাকছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, তাদের নতুন স্ন্যাপড্রাগন এক্স২ চিপ শুধু উইন্ডোজ ল্যাপটপেই নয়, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড চালিত কম্পিউটারেও ব্যবহৃত হবে।
সেপ্টেম্বরে উন্মোচিত এক্স২ চিপ আগামী ২০২৬ সালের বসন্তে বাজারে আসা উইন্ডোজ ল্যাপটপে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার অ্যান্ড্রয়েড সাপোর্ট যুক্ত হওয়ায় একই চিপ ব্যবহার করে নতুন প্রজন্মের অ্যান্ড্রয়েড ল্যাপটপ তৈরি করা সম্ভব হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল যখন ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একীভূত করার পরিকল্পনা করছে, তখন কোয়ালকমের এই পদক্ষেপ যৌক্তিক এবং ভবিষ্যৎ বাজারে বড় পরিবর্তন আনতে পারে।
স্ন্যাপড্রাগন এক্স চিপ ইতিমধ্যেই উইন্ডোজ ডিভাইসে ভালো সাড়া ফেলেছে। এবার অ্যান্ড্রয়েড চালিত কম্পিউটার যুক্ত হলে ব্যবহারকারীরা আরও গতিশীল ও একীভূত অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : জিএসএম এরিনা


