মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka

বৈশ্বিক টিভির বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মত বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়া-ভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টের দখলে। নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে টিভির ক্ষেত্রে প্রিমিয়াম ও আল্ট্রা-লার্জ স্ক্রিনে উদ্ভাবন নিয়ে আসা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করায় মনোনিবেশ করে স্যামসাং। যার ধারাবাহিকতায়, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে টানা শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

নিজেদের অনন্য এ অর্জন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে টিভি শিল্পখাতের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯.৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬.৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ।

স্যামসাং ৮.৩৪ মিলিয়ন কিউএলইডি টিভি ইউনিট বিক্রি করেছে। উল্লেখ্য, কিউএলইডি টিভি প্রথমবারের মত মোট বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ অতিক্রম করেছে; এর মাধ্যমে এ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা উল্লেখভাবে বৃদ্ধি পেয়েছে।     ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১.৪৪ মিলিয়ন ইউনিট টিভি বিক্রি করেছে। এর ফলে, বছরপ্রতি বিক্রির ক্ষেত্রে ৪২ শতাংশ এবং বাজার হিস্যার ক্ষেত্রে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতাদের আগ্রহেরই প্রমাণ। ওএলইডি ক্যাটাগরিতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতাদের মধ্যে এ টিভি নিয়ে চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সিইএস ২০২৫-এ স্যামসাং এআই-সমর্থিত স্ক্রিন প্রযুক্তির ক্ষেত্রে তাদের যুগান্তকারী উদ্ভাবন ভিশন এআই প্রদর্শন করেছে। ভিশন এআই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর বিশেষায়িত সেবা প্রদান করবে, যা ভবিষ্যতে বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

আইএসপিএবি নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২৪ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর...

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের এক্সপেরিয়েন্স ইভেন্ট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন নোট...

কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক, ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল-কলেজের পড়াশুনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি,...

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img