টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষাব্যবস্থার পাশাপাশি এক্সট্রা একাডেমিক অ্যাক্টিভিটি কার্যক্রমে উৎসাহিত করতে শুরু হচ্ছে “রোড টু অলিম্পিয়াড”। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত চট্টগ্রাম আইসিটি মেলার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগের আয়োজনে এ মেলায় “রোড টু অলিম্পিয়াড” কার্যক্রম যৌথভাবে শুরু করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। আগামীকাল থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
“রোড টু অলিম্পিয়াড” এর মাধ্যমে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড,শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, আন্তর্জাতিক এ আই অলিম্পিয়াড, বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড,আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড,বিশ্ব সুডোকু ও পাজল চ্যাম্পিয়নশিপ এর মতো অলিম্পিয়াড সম্পর্কে স্কুল- কলেজের নিয়মিত শিক্ষার্থীদেরকে ধারণা প্রদান করা হবে। এসব অলিম্পিয়াডে অংশগ্রহণের নিয়মাবলী, প্রতিযোগিতার ধরন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এসবের বিস্তারিত জানানো হবে।
এর পাশাপাশি স্ক্র্যাচ প্রোগ্রামিং সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়ার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ফাস্ট ফ্লাইং এক্সপেরিয়েন্স এর মতো ড্রোণ উত্তোলনের আয়োজনও থাকছে এখানে। এছাড়া কয়েক ধাপে ভাগ হয়ে রোবরেসের মত আকর্ষণীয় রোবটিক্সের প্রদর্শনীও থাকবে।
“রোড টু অলিম্পিয়াড” এর মতো তথ্যবহুল এবং আকর্ষণীয় প্রদর্শনীর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোবট, ড্রোণ, এআই এর মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়ার উদ্দেশ্যেই মূলত এ আয়োজন বলে জানান আয়োজকেরা ।